ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিকে হালদারকে দেশে আনতে দুদকের কমিটি

প্রকাশিত: ০০:৫১, ১৯ মে ২০২২

পিকে হালদারকে দেশে আনতে দুদকের কমিটি

স্টাফ রিপোর্টার ॥ টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ভারত থেকে দেশে আনতে কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার গঠন করা এই কমিটিতে রয়েছেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ও গুলশান আনোয়ার। কমিটি ভারতে আটক পি কে হালদারকে দ্রুত দেশে ফেরানোর আইনগত বাধা দূরীকরণে কাজ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আপাতত দুই সদস্যের কমিটি করা হলেও প্রয়োজনের কমিটির সদস্য সংখ্যা পাঁচজন পর্যন্ত বাড়ানো হতে পারে। পি কে হালদারকে দ্রুত দেশে ফেরত আনতে চায় সরকার। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, মূল অপরাধ যেহেতু বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেহেতু ভারতে বিচারের আগেই পি কে হালদারকে ঢাকা ফেরত চাইবে। আমাদের প্রথম পদক্ষেপ হবে তাকে ফিরিয়ে আনা। যে মুহূর্তে তাকে ফিরিয়ে আনা হবে, তখন থেকে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। পিকে হালদারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিচার করে তার পাচার করা অর্থ ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা খুব কঠিন। তবে মানি লন্ডারিং আইন যেহেতু বিশ্বের সব জায়গায় কঠোরভাবে মানা হচ্ছে, তাই টাকা ফিরিয়ে আনার বিষয়ে আমরা আশাবাদী। একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দোরাইস্বামী। এ সময় তিনি জানান, দুদকের দেয়া তথ্যের ভিত্তিতেই ভারতের পশ্চিমবঙ্গে আটক হন পি কে হালদার। ভারতের আদালত তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার পিকে হালদারকে অর্থ বিষয়ক অপরাধ তদন্ত সংস্থা ইডির কাছে আরো ১০ দিনের জন্য হস্তান্তর করেছে।
×