ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধ্যায় : ষষ্ঠ (পদার্থের গঠন) খাদিজা ফেরদৌস

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

প্রকাশিত: ২৩:৫২, ১৯ মে ২০২২

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান

প্রাক্তন শিক্ষক এসএএফএস লন্ডন স্কুল, ঢাকা বহু নির্বাচনী প্রশ্নোত্তর ১। হিলিয়াম পরমাণুর কেন্দ্রে কয়টি প্রোটন আছে? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ উত্তর: খ) ২ ২। পরমাণুর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে কোনটি ঘুরতে থাকে ক) ইলেকট্রন খ) প্রোটন গ) নিউট্রন ঘ) আইসোটোপ উত্তর: ক) ইলেকট্রন নিচের তথ্যের আলোকে ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও: ৩। উদ্দীপকের পরমাণুতে কয়টি ইলেকট্রন রয়েছে। ক) ২টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৮টি উত্তর: গ) ৬টি ৪। অ চিহ্নিত অংশটি হলো- i) নিউক্লিয়াস ii) নিউট্রন এবং প্রোটন নিয়ে গঠিত iii) নিউট্রন এবং ইলেকট্রন নিয়ে গঠিত নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) ) i, ii, iii উত্তর: ক) i, ii ৫। ক্যালসিয়াম সালফেট এর সংকেত কোনটি? ক) CaCO3 খ) CaSO4 গ) CaSO3 ঘ) CaO উত্তর: খ) CaSO4 ৬। পানির সংকেত কোনটি? ক) D2O খ) HO গ) H2O ঘ) NaCl উত্তর : গ) H2O ৭। পদার্থ ক্ষুদ্র কণা দিয়ে গঠিত-এটি কার মতবাদ? ক) নিউটন খ) অ্যারিস্টটল গ) ডাল্টন ঘ) ডেমোক্রিটাস উত্তর: ডাল্টন ৮। লোহা ভাঙলে কী পাওয়া যায়? ক) O খ) Fe গ) Al ঘ) H উত্তর: খ) Fe ৯। খাদ্য লবণ ভাঙলে পাওয়া যায়- i) সোডিয়াম ii) ক্লোরিন iii) হাইড্রোজেন নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, iii উত্তর: ক) i, ii নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও: মাহির একটি গ্লাসে পানি নিয়ে তাতে একটু লবণ যোগ করে নাড়িয়ে নিল। ১০। মাহির কি পদার্থ তৈরি করল? ক) মৌলিক পদার্থ খ) যৌগিক পদার্থ গ) গ্যাসীয় পদার্থ ঘ) মিশ্র পদার্থ উত্তর: ঘ) মিশ্র পদার্থ ১১। মাহির মিশ্রণটির পদার্থ দুটির- i) উভয়ই যৌগিক পদার্থ ii) একটি যৌগিক ও একটি মৌলিক পদার্থ iii) একটিকে ভাঙ্গলে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যাবে। কোনটি সঠিক? ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, iii উত্তর: গ) i, iii ১২। অক্সিজেন পরমাণুর কেন্দ্রে কযটি নিউট্রন থাকে? ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৮ উত্তর: ঘ) ৮ নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও: ১৩। উদ্দীপকের পরমাণুটি- ক) He খ) H গ) C ঘ) B উত্তর: খ) H ১৪। উদ্দীপকের পরমাণুটির ক্ষেত্রে- র) নিউট্রন অনুপস্থিত রর) দুইটি পরমাণুযুক্ত হয়ে অনুগঠন করে, ররর) প্রোটন সংখ্যা দুই কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর উত্তর: ক) র, রর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরঃ প্রশ্ন ১। মৌলিক কণিকা কাকে বলে? উত্তর : যে সব সূক্ষè কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। প্রশ্ন: ২। পরমাণুবাদ কী? উত্তর : পদার্থ অত্যন্ত ক্ষুদ্র, অবিভাজ্য কণা, পরমাণুর দ্বারা গঠিত, একে পুনরায় বিভাজন সম্ভব নয়। এই মতবাদই ডাল্টনের পরমাণুবাদ। প্রশ্ন: ৩। এটমস শব্দের অর্থ কী? উত্তর : এটমস শব্দের অর্থ অবিভাজ্য। প্রশ্ন: ৪। খাবার লবণের সংকেত কী? উত্তর: খাবার লবণের রাসায়নিক সংকেত হলো ঘধঈষ। ৫। চকের রাসায়নিক উপাদানের সংকেত কী? উত্তর: চকের রাসায়নিক উপাদানের সংকেত হলো ঈধঈঙ৩। প্রশ্ন: ৬। নিউট্রন ও প্রোটন পরমাণুর কোথায় অবস্থান করে? উত্তর: নিউট্রন ও প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। প্রশ্ন ৭। জলীয় বাস্পের সংকেত কী? উত্তর: জলীয় বাস্পের সংকেত হলো ঐ২ঙ। প্রশ্ন: ৮। আধুনিক পরমাণুবাদের জনক কে? উত্তর:-আধুনিক পরমাণুবাদের জনক হলো জন ডাল্টন। প্রশ্ন: ৯। চিনির সংকেত কী? উত্তর চিনিরা সংকেত হলো ঈ১২ ঐ২২ ঙ১১। প্রশ্ন:১০। এ পর্যন্ত আবিস্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত? উত্তর: এ পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থ আবিস্কৃত হয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরঃ প্রশ্ন:১। কয়লা কেন মৌলিক পদার্থ? ব্যাখ্যা করো। উত্তর: কয়লা হচ্ছে কার্বনের একটি রূপ। আর কার্বন একটি মৌলিক পদার্থ। যেহেতু কয়লা শুধু কার্বন দিয়ে তৈরি যা ভাঙলে কার্বন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই কয়লা একটি মৌলিক পদার্থ। প্রশ্ন:২। পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে কেন? উত্তর: পরমাণু আধান নিরপেক্ষ। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে। ইলেকট্রন ঋণাত্মক এবং ট্রোটন ধনাত্মক আধানযুক্ত। অন্যদিকে নিউট্রন আধান নিরপেক্ষ, একটি পরমাণু তখনই আধান নিরপেক্ষ হবে যখন এতে সমান সংখ্যক ঋণাত্মক ও ঋণাতম্ক আধান থাকবে। এজন্যই পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে।
×