ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুদকের মামলা

সম্রাটের জামিন বাতিল, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ২৩:২১, ১৯ মে ২০২২

সম্রাটের জামিন বাতিল, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাটকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। জামিন বাতিল চেয়ে দুদকের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। সম্রাটের পক্ষে ছিলেন মুনসুরুল হক চৌধুরী। মেডিক্যাল রিপোর্ট দেখার আগেই মেডিক্যাল গ্রাউন্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাটের জামিন দেয়ার ঘটনাকে ‘ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার মত’ ব্যাপার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদেশের আগে হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘অসুস্থ হলে সে গ্রাাউন্ডে কেউ জামিন পেতেই পারেন। বিচারিক আদালত ৯ জুন সম্রাটের শারীরিক অবস্থার মেডিক্যাল রিপোর্ট চেয়েছে, কিন্তু সে রিপোর্ট না দেখেই ২০২০-২১ সালের রিপোর্ট দেখে গত ১১ মে মেডিক্যাল গ্রাউন্ডে স¤্রাটকে জামিন দেয়া হলো। মেডিক্যাল রিপোর্ট না দেখেই তাকে জামিন দেয়া তো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার মত হয়ে গেল। এরপর হাইকোর্ট বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করে তাকে আত্মসমর্পণের নির্দেশের সঙ্গে সঙ্গে মেডিক্যাল রিপোর্ট দেখে আদালতকে বিষয়টি বিবেচনা করতে বলে।
×