ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো সংবাদ

প্রকাশিত: ২১:২৫, ১৯ মে ২০২২

টুকরো সংবাদ

কঙ্গনার দাবি শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিংহ, অক্ষয় কুমার অভিনেতা হিসেবে সফল হতে পারেন। কিন্তু সঞ্চালক হিসেবে একেবারেই উল্লেখযোগ্য নন, এমনটাই দাবি করছেন ‘লক আপ’র সঞ্চালক কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে এ নিয়ে কিঞ্চিৎ ফলাও করলেন ‘কুইন’র নায়িকা। বললেন, এ পর্যন্ত অনেক নামজাদা অভিনেতাই অনুষ্ঠান সঞ্চালনা করে আরও নাম করার চেষ্টা করছেন কিন্তু পারেননি। সে দিক থেকে দেখতে গেলে, অমিতাভ বচ্চন, সালমান খানের পর একটাই নাম উঠে আসে, সেটা হল কঙ্গনা রানাউত। অভিনেত্রী জানান, ‘লক আপ’ মতো রিয়্যালিটি শো সঞ্চালনা করে তিনিও সেরা সঞ্চালকদের তালিকায় চলে এসেছেন। তার অনুষ্ঠানের দর্শক এখন ২০০ লাখ ছাড়িয়েছে। এ কি কম গর্বের বিষয়? এদিকে আগামীকাল মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর ‘ধাকড়’ সিনেমাটি। ছোট পর্দায় রৌশন বড় পর্দার চলতি সময়ের দর্শকপ্রিয় নায়ক রোশান। এরইমধ্যে ক্যারিয়ারে ‘রক্ত’, ‘ধ্যাততেরিকি’ ও ‘বেপরোয়া’সহ বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি ‘প্রেম পুরাণ’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এটি পরিচালনা করছেন যৌথভাবে মাসুদ মুহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘আশীর্বাদ’, ‘করপোরেট’, ও ‘সাইকো’সহ আরও কয়েকটি সিনেমা। এদিকে এ অভিনেতা প্রথমবারের মতো ছোট পর্দায় অভিনয় করেছেন বলে জানান। নির্মাতা ভিকি জাহেদের ‘কার্ণিশ’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাকে। এরইমধ্যে এ নাটকটির শূটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তারান্নুমের দুই গান ঈদে দুটি গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে এলেন কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন। এর মধ্যে একটি তার একক গান, অন্যটিতে তার সঙ্গে গেয়েছেন সামজ ভাই। তারান্নুম আফরীনের ‘চাঁদনী রাতে’ গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কামরুল মিডিয়া। গানটির কথা লিখেছেন নোমান শিবলু, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও মিউজিক করেছেন রিয়েল আশিক। ইয়াসিন বিন আরিয়ানের পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন রাইসা রিয়া ও রেহমান ফয়েজ। অন্যদিকে সামজ ভাইয়ের সঙ্গে দ্বৈত কণ্ঠের গান ‘সেলফিওয়ালী’র সুর ও সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ। ফিল্ম্যানিয়াকের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন আরজে অপূর্ব ও নওমী খান। এটি প্রকাশ হয়েছে তারান্নুম আফরীন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
×