ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শোকাহত ব্রিটনি

প্রকাশিত: ২১:২৪, ১৯ মে ২০২২

শোকাহত ব্রিটনি

আনন্দকণ্ঠ ডেস্ক মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্স। তাকে পপ আইকন হিসেবে অভিহিত করা হয়। ‘বেবি ওয়ান মোর টাইম’ এ্যালবাম দিয়ে আন্তর্জাতিক সঙ্গীত আঙিনায় ঝড় তুলেছিলেন তিনি। প্রথম এ্যালবাম দিয়েই সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর থেকে তাকে আর কখনও পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯০-এর দশকের শেষের দিকে তিনি টিন পপ গানকে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখেন। তিনি সর্বকালের সবচেয়ে বিক্রীত টিনেজ গায়িকা এবং ‘প্রিন্সেস অফ পপ’ খেতাব লাভ করেন। ক্যারিয়ারে তিনি বহু পুরস্কার লাভ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি গ্র্যামি পুরস্কার, আজীবন সম্মাননাসহ ছয়টি এমটিভি ভিডিও মিউজিক পুরস্কার, বিলবোর্ড মিলেনিয়াম পুরস্কারসহ দশটি বিলবোর্ড সঙ্গীত পুরস্কার এবং হলিউড ওয়াক অফ ফেম তারকা। ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবনও তার আলোচনা-সমালোচনায় ভরপুর। বিয়ে-বিচ্ছেদ ও প্রেম নিয়ে বরাবরই তিনি খবরের শিরোনামে আছেন। সম্প্রতি তিনি মিসক্যারেজের খবর শেয়ার করলেন। গত মাসেই নিজের মা হওয়ার কথা জানিয়েছিলেন গায়িকা। ব্রিটনি ও তার হবু স্বামী স্যাম আসগারি তারা শেয়ার করলেন যে তারা বাচ্চা হারিয়ে ফেলেছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় (ইনস্টাগ্রামে) মিসক্যারেজের খবর শেয়ার করলেন ব্রিটনি আর স্যাম। মিসক্যারেজের ঘটনায় শোকাহত স্যাম ও ব্রিটনি। তারা জানান, প্রেগন্যান্সির শুরুতেই আমরা আমাদের বাচ্চাকে হারিয়ে ফেললাম। যে কোন বাবা-মায়ের কাছে এটা খুব খারাপ খরব। তারা আরও বলেন, পিতা-মাতা হওয়ার খরব হয়ত আমরা একটু বেশিই তাড়াতাড়ি দিয়ে ফেলেছি। আমাদের আরেকটু সময় অপেক্ষা করা উচিত ছিল। এখন আমাদের একে অপরের প্রতি ভালবাসাই জীবনের বড় শক্তি। তবে, পরে ভবিষ্যতে পরিবারকে আরও বড় করার চেষ্টা করব। সেই সঙ্গে তারা ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিক স্যামের সঙ্গে এনগেজমেন্ট হয় গায়িকার। ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যামের সঙ্গে ব্রিটনির পরিচয় হয়। তিনি ইরানে জন্মালেও ১২ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ব্রিটনি এর আগে দুবার বিয়ে করেছিলেন। ২০০৪ সালে ব্রিটনি তার ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের সেই বৈবাহিক সম্পর্ক বেশি দিন টেকেনি। একই বছরে নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। তাদের দুই সন্তান রয়েছে। কিন্তু ২০০৭ সালে তাদের সংসারে ইতি টানেন এই পপ গায়িকা।
×