ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গানে ফিরলেন তারকা শিল্পীরা

প্রকাশিত: ২১:২৪, ১৯ মে ২০২২

গানে ফিরলেন তারকা শিল্পীরা

আনন্দকণ্ঠ রিপোর্ট করোনায় গেল দুই বছর ঈদে সব কিছুর মতো গানের বাজারও ছিল টালমাটাল। গেল দুই বছর ঈদে খুব বেশি গান প্রকাশ হতে দেখা যায়নি। বিশেষ করে সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তবে চলতি বছর গানের বাজার কিছুটা নতুন মোড় নেয়। ভালবাসা দিবসে সেটি দেখা যায়। ভালবাসা দিবসে কিছু গান প্রকাশ হতে দেখা গেছে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে তারকা শিল্পীদের বাইরে নতুনদের অনেকেও গান প্রকাশ করেছেন। তাদের গানে শ্রোতারাও মুগ্ধ হয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ঈদেও বেশ কয়েকজন তারকা শিল্পীরা নতুন গান নিয়ে আসেন। বিশেষ করে এক যুগ পর নতুন গান প্রকাশ করে শ্রোতাদের চমকে দেন নগরবাউল জেমস। গেল কয়েক বছরে অনেক শিল্পী গান প্রকাশ করলেও জেমসকে অডিও গানে দেখা যায়নি। অবশেষে ‘আই লাভ ইউ’ গানটি প্রকাশ করেন তিনি। জেমস বলেন, এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাঁই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি। নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লবও ঈদে গান প্রকাশ করেছেন। ‘জেটল্যাগ ভালোবাসা’ শিরোনামের গানটিতে তার দ্বৈত গেয়েছেন তানজিনা রুমা। চাঁদ রাতে প্রকাশ হয়েছে অবসকিউর ব্যান্ডের টিপুর ‘চলোনা যাই ফিরে’ গানটি। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন শাওন মাহমুদ। নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব। ঈদে ‘গার্লফ্রেন্ড’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। গানটির কথা-সুর ও সঙ্গীত সবই তার। নিডো খানের নির্দেশনায় এতে তার বিপরীতে মডেল হয়েছেন ইশরাত তিথি। শুভ্রদেব জানান, প্রায় বছর খানেক সময় নিয়ে গানটি তৈরি করেছেন। এর অর্ধেক কাজ হয়েছে আমেরিকায় এবং বাকিটুকু বাংলাদেশে। এই ভিডিওতে প্রায় ৩০ জনের পারফরমারদের কোরিওগ্রাফ হৃদয়গ্রাহী ছিল। ঈদে আসিফের আছে একাধিক গান। এরমধ্যে রয়েছে মিমির সঙ্গে দ্বৈত ‘মিথ্যা বলতে পারিনা’, শাহরিয়া লিপির সঙ্গে দ্বৈত ‘তুমি ছাড়া আমি একা’ ও ‘আশ্রয়’ শিরোনামের একটি গান। ঈদে ‘বাপের বড় পোলা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের। তার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বেলাল খান। এরইমধ্যে গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সিনিয়র শিল্পীদের মধ্যে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনিও এবার ঈদে নতুন একটি গান নিয়ে দর্শক-শ্রোতাদের সঙ্গে আছেন। তার গানের শিরোনাম ‘কত ফন্দি জানোরে বন্ধু’। দীর্ঘ সময় পর গেল বছেরের শেষের দিকে গানে ফেরেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি। ঈদেও প্রকাশ হয়েছে তার কন্ঠে দুটি গান। গান দুটি হলো ‘দিলের রানী’ ও ‘প্রেমের পরশে’। তার সঙ্গে গান দুটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন নিশ্চুপ বৃষ্টি। এরইমধ্যে দুটি গান রুমি ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ঈদে আরও ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের ‘হৃদয় তোমার’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। দীর্ঘ সময় পর কণ্ঠশিল্পী তৌসিফও এবার নতুন গান প্রকাশ করেন। ‘ভালোবাসো কিনা’ গানের মাধ্যমে দীর্ঘদিন পর গানে ফিরছেন এই গায়ক। গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন টফি রেনার। শিল্পী বলেন, ভাইরাল গানের অস্থিরতায় কিছু সময় নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। এর মাঝে ভাল গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ ছিল। ঈদে ক্লোজআপ তারকা নোলক বাবুকে দেখা গেছে ‘সন্ধ্যাবাতি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে। এছাড়া কাজী শুভ প্রকাশ করেছেন ‘ঐ বিধাতায়’ শিরোনামের একটি গান। চলতি সময়ের জনপ্রিয় শিল্পী সামজ ভাইয়ের প্রকাশ হয়েছে ‘যারে যা পাখি’ শিরোনামের একটি গান। মিলনের প্রকাশ হয়েছে ‘বন্ধু বোঝেনা’ গানটি। এছাড়া কণ্ঠশিল্পী সালমার প্রকাশ হয়েছে ‘রঙ্গের খেলা’, ‘ভালোবেসে মরি আমি’, ‘আমার এই হৃদয় চিরে’সহ আরও কয়েকটি গান। ঈদে গান নিয়ে আরও ছিলেন বাউল শিল্পী সুকুমার, ফজলুর রহমান বাবু, তারান্নুর আফরিন ও লায়লাসহ চলতি সময়ের বেশ কয়েকজন শিল্পী। এবার ঈদের গান নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্নধার সুলতান মাহমুদ বাবুল বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা নিয়মিত গান প্রকাশ করছি। গানের মধ্য দিয়েই আমাদের এই প্রতিষ্ঠান আজকের অবস্থানে এসেছে। আমি মনে করি, অন্যরাও যদিও নিয়মিত গান প্রকাশ করে তাহলে আমাদের সঙ্গীতাঙ্গন আবারও ঘুরে দাাঁড়াবে। এক্ষেত্রে শিল্পীদের সহযোগিতার হাত বাড়াতে হবে। কারণ কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এককভাবে এখন গান নিয়ে কাজ করতে পারবে না। সবার আন্তরিকতা থাকলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব বলেই আমি মনে করি। এদিকে সঙ্গীত সংশ্লিষ্টরা গানের বাজার নিয়ে এবার আশার আলো দেখছেন বলেই মনে করেন। এবার যেভাবে শিল্পীরা গান প্রকাশে এগিয়ে এসেছেন এটি অব্যাহত থাকলে আমাদের গানের বাজার আবারও চাঙ্গা হবে বলে তারা মন্তব্য করেন। বিশেষ করে সিনিয়র শিল্পীরা গান প্রকাশ করলে শ্রোতারাও ভাল গানে ফিরবে বলে আশা করা যায় বলে দাবি তাদের।
×