ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে ৩ হাজার অবৈধ চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ২১:১৩, ১৮ মে ২০২২

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে ৩ হাজার অবৈধ চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপার তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে তিতাসের ২ হাজার বাড়ির ৩ হাজার অবৈধ চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে ও তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের সোনারগাঁও আওতাধীন জোনাল বিপণন অফিস সোনারগাঁয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়। বুধবার সন্ধ্যায় তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মিজবাহ-উর-রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বরপার তাজমহল রোড এলাকায় ১টি স্পট থেকে ১০ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়। এ সময় ২ হাজার বাড়ির ৩ হাজার অবৈধ চুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান ২ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের গ্যাস সংযোগ বন্ধ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও আঞ্চলিক বিপপন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সুরুয আলম, ব্যবস্থাপক (জোবিঅ-সোনারগাঁও) প্রকৌশলী মোঃ মিজবাহ-উর-রহমান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম তিতাসের কর্মকর্তা কর্মচারীও আইনশৃঙ্খলা বাহিনীর সদসস্যরা।
×