ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় ৬ হাজার ৫০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ

প্রকাশিত: ২১:০১, ১৮ মে ২০২২

খুলনায় ৬ হাজার ৫০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় ছয় হাজার ৫০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন, কোস্ট গার্ডের লেঃ কমান্ডার লাবিব উসামা আহ্আদুল্লাহ। তিনি জানান, অভিযান চলাকালীন একটি ট্রাক (যশোর-ট-১১-৪১৭৮) এর মধ্যে জেলি পুশকৃত চিংড়ি চট্টগ্রাম এর উদ্দেশ্যে বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছিল। সে সময় কোস্ট গার্ড সদস্যগণ ট্রাক তল্লাশী করে ছয় হাজার ৫০ কেজি জেলি পুশকৃত চিংড়িসহ দুই জনকে আটক করে। তারা হলেন, সাতক্ষীরার সদর উপজেলার উত্তর কাঠিয়া গ্রামের মোঃ আব্দুর রহমান (৩৫) এবং মানিকতল এলাকার মোঃ ফারুক গাজী (২০) পরবর্তীতে খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রক কর্মকর্তাদের (এফআইকিউসি) সহযোগিতায় আটককৃত দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা, মেসার্স সাব্বির ট্রান্সপোর্ট (সাতক্ষীরা) ৫০ হাজার টাকা, মেসার্স যমুনা জাফর ফিসকে (সাতক্ষীরা) ২৫ হাজার টাকা ও মেসার্স মনোয়ারা জাফর ফিসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি এফআইকিউসি প্রতিনিধি এর উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
×