ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় ওয়ার্ল্ড রাগবি লেভেল-১ ফার্স্ট এইড মেডিকেল কোর্স

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ মে ২০২২

ঢাকায় ওয়ার্ল্ড রাগবি লেভেল-১ ফার্স্ট এইড মেডিকেল কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ওয়ার্ল্ড রাগবির সহযোগিতায় বুধবার থেকে দুই দিনব্যাপী ওয়ার্ল্ড রাগবি লেভেল-১ ফার্স্ট এইড মেডিকেল কোর্স বিভিন্ন জেলার ১৪ প্রশিক্ষণার্থীদের নিয়ে দুই ভাগে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে ও পল্টন আউটার স্টেডিয়াম শুরু হয়েছে। কোর্সের বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কোর্সগুলির সমাপনী ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন-এমপি। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রাগবির ট্রেনার ইউ লিও চুয়ান (হংকং), এডুকেটর ডা. নামিথ (শ্রীলঙ্কা), ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও সদস্য সিরাজুল ইসলাম। বুধবারের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন ওয়ার্ল্ড রাগবির এডুকেটর ডা. নামিথ। সহযোগিতায় ছিলেন রাগবি ফেডারেশনের সিইও নাজমুস সাকিব শোভন।
×