ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচী শুরু

প্রকাশিত: ১৯:০১, ১৮ মে ২০২২

নীলফামারীতে বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ অভ্যান্তরিণ বোরো ধান ও চাল ক্রয় অভিযান শুরু হয়েছে নীলফামারীতে। আজ বুধবার (১৮ মে) জেলা খাদ্য বিভাগ জানায়, এবার জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১১ হাজার ৬২২ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ১৯ হাজার ২৯১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান এবং মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত জেলা জুড়ে এই সংগ্রহ অভিযান চলবে। এ জন্য গতকাল মঙ্গলবার বিকেলে জেলা সদরের খাদ্য গুদাম চত্বরে ক্রয় অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া’, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন নাহার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি শামসুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হৃষিকেশ শর্মা প্রমূখ।। উদ্বোধনী দিনে দুই জন কৃষকের কাছ থেকে ২ মেট্রিক টন ধান এবং একজন মিলারের কাছ থেকে ১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।
×