ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর বাটার মোড় এখন থেকে ‘জয়বাংলা চত্বর’

প্রকাশিত: ১৮:২৬, ১৮ মে ২০২২

রাজশাহীর বাটার মোড় এখন থেকে ‘জয়বাংলা চত্বর’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর গনকপড়া সংলগ্ন একটি মোড়ে বাটা কোম্পানীর একটি শোরুম ঘিরে এখানকার নাম অলিখিতভাবেই হয়ে উঠে বাটার মোড। কিছুদিন আগেও এটি ছিলো বলতে গেলে গলিপথ। তবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইইচএম খায়রুজ্জমান লিটনের উন্নয়ন কর্মকান্ডে প্রস্তস্থ হয়েছে এখন এ মোড়। মোডটি সম্প্রসারিত হওয়ায় এখানে নানাভাবে আখড়া তৈরি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এখান থেকেই শোডাউন দেয় তারা। মোড়টিন নিজেদের টেন্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করছিল বিএনপি জামায়াত গোষ্ঠি। এ অবস্থায় এ মোড়টির নতুন নাম করন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএমস খায়রজ্জামান লিটন মঙ্গলবার সেখানেই অনুষ্ঠিত জনসমাবেশ থেকে এ বাটার মোডের নাম করন করেন ‘জয়বাংলা চত্ত্বর’। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজশাহী শহরের বাটার মোড়ের নাম আনুষ্ঠানিকভাবে ‘জয় বাংলা চত্বর’ ঘোষণা করেন তিনি। এ নিয়ে রাজশাহীতে ব্যাপক প্রসংসিত হচ্ছেন মেয়র লিটন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি রাজশাহী নগরের বাটার মোড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন নানা কর্মসূচী পালনের চেষ্টা করে। এ প্রসঙ্গ টেনে খায়রুজ্জামান বলেন, ‘বাটার মোড় চত্বরসহ আরও কয়েকটি চত্বরে বিএনপির নেতা–কর্মীরা চেয়ার বিছিয়ে শোডাউন দেন। ৩০ থেকে ৪০ জন করে চা খাওয়ার নাম করে চেয়ার নিয়ে বসে থাকেন। সেখানে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করেন। মেয়র লিটন বলেন, রাস্তা কোনো শোডাউন দেওয়ার জায়গা নয়। একদিন জনসভা করতে পারেন পারমিশন নিয়ে। কিন্তু দিনের পর দিন চা খাওয়ার নাম করে শহরের গুরুত্বপূর্ণ মোড় দখল করবেন, আড্ডাবাজি করবেন, দেশবিরোধী ষড়যন্ত্র করবেন এটা মেনে নেওয়া যাবে না। বিএনপি জামায়াতকে লক্ষ্য করে মেয়র লিটন বরেন, এভাবে যাঁরা মোড়ে মোড়ে বসে ভাবছেন মোড় দখল করবেন, তাঁদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর এই পবিত্র দিনে (শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তণ দিবস) আজ থেকে এই মোড়ের নাম ‘জয় বাংলা চত্বর’ হিসেবে নামকরন হলো। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো ব্যর্থ ছিল না। জিয়াউর রহমান, খালেদা জিয়ার সরকার বারবার ব্যর্থ হয়েছে। আজকে চালের দাম, তেলের দাম একটুখানি বেড়েছে বলে যাঁরা ইস্যু খুঁজে পাচ্ছেন, বাজারে ডলারের দাম বেড়েছে বলে ইস্যু খুঁজে বেড়াচ্ছেন আর বলে বেড়াচ্ছেন, বাংলাদেশে দুই দিন পর শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক ধস নামবে, তাঁদের বলি, মাহিন্দা রাজাপক্ষে বা তাঁর ভাইয়ের মতো নেতা শেখ হাসিনা নন।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে ‘সবজান্তা শমসের’ আখ্যায়িত করে খায়রুজ্জামান বলেন, ‘বাংলাদেশে আজকে ঋণ পরিশোধের যে সক্ষমতা, তা অর্থনীতিবিদদের ভাষায় ভালো অবস্থায় আছে। অর্থনীতিবিদেরা যা বোঝেন, যা বলেন, এর চেয়ে যদি মির্জা ফখরুল বেশি বুঝে যান, তাহলে আর এ বিষয়ে কিছুই বলার নেই। তিনি যেভাবে বলছেন, তাতে তাঁকে বলা যেতে পারে সবজান্তা শমসের। মেয়র লিটন বলেন, আজকে এই দেশ যে নিরাপদ, তা একটা শিশুও জানে। শিশুরা আদর করে শেখ হাসিনাকে নানা নামে ডাকে। এই শিশুরা জানে যে এই দেশ তাঁর বাবার নেতৃত্বে স্বাধীন হয়েছে, উন্নতি হচ্ছে শেখ হাসিনার কল্যাণে। তাই তাঁরা বিশ্বাস করে, শেখ হাসিনা এ দেশে না এলে এ দেশের এত উন্নয়ন হতো না।’ রাজশাহী মহানগরীর বাটার মোড়ের নাম ‘জয়বাংলা চত্ত্বর’ ঘোষণা করে লিটন বলেন, এখানে আর বিএনপি জামাতের অখড়া থাকবে না।তাদের রাজনৈতিকভাবেই মোবাকেলা করা হবে।
×