ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএল

তীরে এসে তরী ডুবল মুম্বাইয়ের

প্রকাশিত: ০১:১৮, ১৮ মে ২০২২

তীরে এসে তরী ডুবল মুম্বাইয়ের

জনকণ্ঠ ডেস্ক ॥ ধুন্দুমার লড়াই হলো। জয়-পরাজয়ের পাল্লা দুলছিল পেন্ডুলামের মতো। শেষ পর্যন্ত জয়ের একেবারে কাছে গিয়ে হারতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। আর রোহিত শর্মাদের মাত্র ৩ রানের ব্যবধানে হারিয়ে প্লে-অফে খেলার সূক্ষ্ম আশা বেঁচে রইল সানরাইজার্স হায়দরাবাদের। খবর অনলাইনের। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮তম ওভারে টিম ডেভিড যেভাবে ঝড় তুলেছিলেন, তাতে মনে হচ্ছিল মুম্বাইয়ের জয়টা বেশ সহজেই চলে আসবে সম্ভবত। কিন্তু ভাগ্য ভাল হায়দরাবাদের। ৬ ছক্কা মারার পর ওভারের শেষ বলে এসে রানআউটের শিকার হলেন ডেভিড। তাতেই পরাজয় নিশ্চিত হয়ে যায় মুম্বাইয়ের। শেষ ১৯টি রান আর নিতে পারেনি মুম্বাইর বাকি চার ব্যাটার। মুম্বাই থেমে যায় ১৯০ রানে। এই জয়ে প্লে অফে খেলার আশা টিকে থাকল হায়দরাবাদের। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ১২। শেষ ম্যাচে যদি পাঞ্জাব কিংসকে বড় কোন ব্যবধানে হারাতে পারে এবং রানরেট বাড়িয়ে নিতে পারে, তাহলে হয়তো কোনভাবে চতুর্থ স্থানে উঠে আসতেও পারে তারা।
×