ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা ॥ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাম জোট

প্রকাশিত: ০০:৫৭, ১৮ মে ২০২২

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা ॥ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাম জোট

স্টাফ রিপোর্টার ॥ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অপসারণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে গ্রাম-শহরে রেশনিং চালু করারও দাবি জানিয়েছেন জোটটির নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের আগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাম জোটের নেতারা। বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। বর্তমান বাণিজ্যমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করতে হবে। অবিলম্বে টিসিবির দোকান ও ট্রাক সেল পুনরায় চালু করতে হবে।
×