ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৩:৫৭, ১৮ মে ২০২২

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ভাঙ্গুড়ার দিলপাশারে ভেড়া চরাতে গিয়ে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম লোবান প্রামাণিক (৬৫)। তিনি ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান বাওনজানপাড়া গ্রামের মৃত মনতাজ প্রামাণিকের ছেলে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ জানান, লোবান কয়েকটি ভেড়া চরানোর জন্য দিলপাশার রেল স্টেশনের পশ্চিম পাশে যান। বেলা সাড়ে ১০টার দিকে তিনি ঈশ্বরদী-ঢাকা রেলপথের দিলপাশার রেল স্টেশনের পশ্চিম পাশে রেললাইনের ওপর বসে থাকাকালে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। শিক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ যৌননিপীড়নের অভিযোগে শাহাজদপুর উপজেলার গাড়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়নুল মাস্টারকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গাড়াদহ গ্রামের এক গৃহবধূকে শিক্ষক আয়নুল মাস্টার দীর্ঘদিন ধরে যৌননিপীড়ন এবং কুপ্রস্তাব দিত। এক পর্যায়ে ওই গৃহবধূ গত সোমবার বিকেলে শাহজাদপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ ওই দিন রাত ১০টা নাগাদ তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহামুদ খান জানান, আয়নুল মাস্টার নানা অপকর্মের সঙ্গে জড়িত। এলাকার বিভিন্ন নারীদের উত্ত্যক্ত করত।
×