ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনাগাজী পৌর মেয়রকে দুদকের চিঠি

প্রকাশিত: ২৩:৫৬, ১৮ মে ২০২২

সোনাগাজী পৌর মেয়রকে দুদকের চিঠি

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের আয়কর নথিতে উল্লেখিত অর্থের যথার্থতা যাচাই করে রিপোর্ট প্রদান করার জন্য সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চিঠি দিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আগামী ৭ কার্য দিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে প্রাপ্ত তথ্যাদি জানাতে অনুরোধ করা হয়েছে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মঞ্জুরুল হক দুদকের চিঠি প্রাপ্তি নিশ্চিত করে বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন এলে আমরা সেটি দুদক কার্যালয়ে পাঠিয়ে দেব। সাভারে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ ওজনে কম, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে সাভারে তিন ব্যবসায়ীকে অর্থদ- দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার নামাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার ম-ল এ দ- প্রদান করেন। এ সময় তিনি জানান, আটা ময়দার ব্যবসা প্রতিষ্ঠানে ওজনে কম দেয়া, মূল্যতালিকা না থাকা, তালিকার সঙ্গে বিক্রয়মূল্যের মিল না থাকা ও ইচ্ছামতো দাম বৃদ্ধি করার কারণে ওই এলাকার মেসার্স আলম এন্টারপ্রাইজকে ১ লাখ, একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও শিল্পী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, রামপাল উপজেলার গিলাতলা বাজারে অভিযান চালিয়ে বোতল ভর্তি সয়াবিন তেল ড্রামে ভরে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে মঙ্গলবার এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুদকৃত বোতলজাত ৬০০ লিটার সয়াবিন তেল সাধারণ ক্রেতাদের মাধ্যে বোতলের গায়ে লেখা পূর্বের দামে বিক্রি করা হয়।
×