ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন

মেয়র পদে আওয়ামী লীগের ১ বিদ্রোহীসহ ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

প্রকাশিত: ২৩:৩০, ১৮ মে ২০২২

মেয়র পদে আওয়ামী লীগের ১ বিদ্রোহীসহ ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীসহ ৬ প্রার্থী। মঙ্গলবার (১৭ মে) শেষ দিনে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও শেষ সময়ে এসে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন দলের প্রবীণ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এফবিসিআইয়ের পরিচালক বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। সে নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার ভাই। ইমরানের পক্ষে বিকেল ৪টার দিকে ওই মনোনয়নপত্র জমা দিয়েছেন জসিম উদ্দিন আহমেদ নামের একজন বেসরকারী স্কুলের প্রধান শিক্ষক। এছাড়াও নৌকার প্রার্থী ও বিএনপির দুই প্রার্থীসহ মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া নগরীর ২৭ ওয়ার্ডে নারী আসনে ৩৮ ও সাধারণ ওয়ার্ডে ১২০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এছাড়াও স্বতন্ত্র পদে সদ্য সাবেক মেয়র মনিরুল সাক্কুর পক্ষে তার ছোট ভাই এ্যাডভোকেট মোঃ কাইমুল হক রিংকু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দীন কায়সার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম ও নাগরিক কমিটির প্রার্থী কামরুল আহসান বাবুল।
×