ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেসরকারী কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ২৩:১৯, ১৮ মে ২০২২

বেসরকারী কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচী স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচী টানা দুদিন পালনের পর মঙ্গলবার বিকেলে স্থগিত করেছেন দেশের বেসরকারী কলেজসমূহের অনার্স ও মাস্টার্সের শিক্ষকরা। এমপিওভুক্তির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়া হলে এ কর্মসূচী স্থগিত করা হয়। জিএমপির গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, দেশের বিভিন্ন বেসরকারী কলেজের অনার্স ও মাস্টার্সের শিক্ষকরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সোমবার সকালে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে জড়ো হয়। এক পর্যায়ে তারা বেসরকারী কলেজসমূহের অনার্স ও মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই ফটকের সামনে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচী পালন শুরু করেন।
×