ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সংঘটিত হতে মরিয়া জামায়াত-শিবির, গোপন বৈঠক থেকে গ্রেফতার ৪৯

প্রকাশিত: ২৩:১৭, ১৮ মে ২০২২

চট্টগ্রামে সংঘটিত হতে মরিয়া জামায়াত-শিবির, গোপন বৈঠক থেকে গ্রেফতার ৪৯

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আবারও সংগঠিত হতে মরিয়া জামায়াত ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। রাষ্ট্রবিরোধী কর্মকা- ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তারা এখন গোপন বৈঠক করছে বিভিন্ন স্থানে। নাশকতা ও সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা করতে তারা এখন বিভিন্ন রেস্তরাঁ ও হোটেলের গোপন কক্ষ ব্যবহার করছে। তবে জামায়াত ও শিবিরের কর্মীরা সংগঠিত হতে চাইলেও হার্ডলাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সর্বশেষ সোমবার রাতে নাশকতামূলক গোপন বৈঠক চলাকালে একটি খাবার হোটেলে অভিযান চালায় থানা পুলিশ। সেখান থেকে জামায়াতের কোতোয়ালি থানা শাখার আমির ও অর্থ যোগানদাতাসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ৪৯ জনের মধ্যে ১০ জন উল্লেখ্যযোগ্য নেতা। তবে আশঙ্কার বিষয় হল, এদের অর্থায়নের নেপথ্যে টেরিবাজার এলাকার ব্যবসায়ীরা। এ অবস্থায় টেরিবাজার ভিত্তিক যে ব্যবসায়ীরা সরাসরি জামায়াতের অর্থযোগান দাতা তাদের চিহ্নিত করার দাবি উঠেছে সচেতনমহলের পক্ষ থেকে।
×