ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিসি’র কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ মে ২০২২

বিসিসি’র কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ জুনের মধ্যে পিবিআই’কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির। নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা ও মামলার বাদী কলেজ ছাত্রীর আইনজীবী আজাদ রহমান জানান, সোমবার শেষ কার্যদিবসে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে বিসিসি’র ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেফায়েত হোসেন রনির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রনি বিয়ের প্রলোভনে গত ৭ মে বাদীকে বাসায় নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এরপর বাদী বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করলে আসামি রনি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে কাউন্সিলর কেফায়েত হোসেন রনির সাথে যোগাযোগ করা হলে তিনি বাদীর অভিযোগ অস্বীকার করে বলেন, সামনে নির্বাচন, তাই আমার জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে প্রতিপক্ষের লোকজনে ওই কলেজ ছাত্রীকে দিয়ে সাজানো মামলা দায়ের করিয়েছেন। যা সঠিক তদন্ত করলে মূল ঘটনা বেরিয়ে আসবে।
×