ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে ৩ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১৪:৫২, ১৭ মে ২০২২

বাঁশখালীতে ৩ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সোমবার (১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ গন্ডামারা ৩ নাম্বার ওয়ার্ডের হাবিবুর রহমানের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ জাফর। বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করেছি। রাস্তা-ঘাটের যে বেহাল অবস্থা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে তাদের সর্বস্ব পুড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাবো। ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
×