ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জের প্রথম ময়লামুক্ত পৌরসভা হচ্ছে শিবগঞ্জ

প্রকাশিত: ১৪:৩০, ১৭ মে ২০২২

চাঁপাইনবাবগঞ্জের প্রথম ময়লামুক্ত পৌরসভা হচ্ছে শিবগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের প্রথম ময়লামুক্ত পৌরসভা হতে যাচ্ছে শিবগঞ্জ। এ ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দনায় ১ একর আয়তনের নিজস্ব জায়গায় ওপর গড়ে তোলা হয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। প্লান্টটি উদ্ধোধন হলে শহরজুরে থাকবে না আগের মতো ময়লা-আবর্জনাও। সেই ময়লাখানা থেকে উৎপাদন করা হবে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এ কাজটি করছে শিবগঞ্জ পৌরসভা। পৌরসভার সব নাগরিককে সম্পৃক্ত করে শিগগিরই ময়লামুক্ত শিবগঞ্জ পৌরসভার ঘোষণা দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। ২২ দশমিক ২১ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় এক লাখ মানুষের বসবাস। পৌরসভার বিভিন্ন এলাকায় ৫টি ডাস্টবিন ছিল। কিন্তু এর বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। যে কারণে নাগরিকরা বাধ্য হয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পৌর কর্তৃপক্ষ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণের উদ্যোগ নেয়। এরপর নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে শহরতলির মর্দনায় নির্মাণ করা হয় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। যার মধ্যে একটি স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট, একটি সলিড ওয়েস্ট কম্পোস্টিং সিস্টেম ও একটি শর্টিংশেড রয়েছে। স্বল্প সময়ের মধ্যে এই প্লান্ট চালু হবে। এছাড়াও পৌরসভা ৪৮টি কমিউনাল বিন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে যার মধ্যে ৩১টির নির্মাণ শেষ হয়েছে। শহরের সব ময়লা-আবর্জনা এই প্লান্টে রিসাইক্লিংয়ের মাধ্যমে কম্পোস্ট সার ও বায়োগ্যাস তৈরি করা হবে। এটি চাঁপাইনবাবঞ্জের প্রথম আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। মেয়র বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের প্রথম ময়লামুক্ত পৌরসভা হিসেবে আমরা শিবগঞ্জকে ঘোষণা করতে যাচ্ছি। এ ব্যাপারে পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হবে। প্রতিটি নাগরিককে এই কাজের সঙ্গে যুক্ত করে পুরো পৌর এলাকাকে ময়লামুক্ত করা হবে। মডেল পৌরসভা হিসেবে শিবগঞ্জ একটি দৃষ্টান্ত স্থাপন করবে। পৌর নাগরিকদের সহায়তায় পৌরসভার ময়লা-আবর্জনা দিয়ে তৈরি করা হবে জৈব সার ও বায়োগ্যাস।’
×