ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হালদায় আবারও ডিম ছেড়েছে মা মাছ

প্রকাশিত: ১৩:৫৩, ১৭ মে ২০২২

হালদায় আবারও ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় সোমবার গভীর রাতে মা মাছ আবার নমূনা ডিম ছেড়েছে। টানা ৩ দিন নমূনা ডিম আহরণের কারনে ক্লান্ত ভাব থাকায় ডিম সংগ্রহকারীরা সোমবার গভীর রাতে মা মাছ কতৃক ছাড়া ডিম সংগ্রহ করতে পারেনি বলে জানান হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া। ডিম সংগ্রহকারীরা জানান, মা মাছ নমূনা ডিম ছাড়া মানে 'পুরাদমে ডিম ছাড়ার" পূর্ব লক্ষণ। সামনের অমবস্যা ও পূর্ণিমায় মা মাছ ডিম ছাড়বে। ঐ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলেই মা মাছ পুরাদমে ডিম ছাড়ে । ইতিমধ্যে, মা মাছ চতুর্থ দফায় নমূনা ডিম ছেড়েছে। ডিম ছাড়ার মৌসুম ঘনিয়ে আসায় হালদার ৪৫ কি.মি. এলাকায় মা মাছের আনাগোনা বেড়ে গেছে। এ সময়ে মা মাছ দূর্বল হয়ে পড়ে। এদিকে, মৎস্য শিকারীরা দূর্বল মা মাছ শিকার করতে তৎপর। হাটহাজারী ও রাউজান উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও সেচ্ছ্বাসেবীরা মা মাছ শিকার রোধ কল্পে কার্যকরী ভূমিকা পালন করছেন। জেলা ও উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হালদার তীরে রীতিমত অবস্থান করছেন।
×