ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তামিমের সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১৭ মে ২০২২

তামিমের সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রাম টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতি সময় বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে করেছিলো ১৫৭ রান। লাঞ্চ বিরতির কিছুক্ষন পরেই মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত ৫৮ রানে আউট হয়ে যায়। তখন তামিম ৯৪ রানে ব্যাটিং কিরছিলেন। জয়ের জায়গায় খেলতে নামে নাজমুল হোসেন শান্ত । ৫০.২ ওভারে তামিম তার সেঞ্চুরি পূর্ণ করে। এই রিপোর্ট লেখার সময বাংলাদেশ ৫৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৭১ রান করেছে। এই সময় তামিম ১০১ ও শান্ত ২ রানে ব্যাটিং করছেন। ওভার প্রতি বাংলাদেশের রান ৩.১৬। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ওভার প্রতি ২.৫৯ রেটে ৩৯৭ রান করে। টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বচ্চ রানের মালিক এখন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৪৮৪৮ রানে শুরু করেন তামিম। মুশফিকের সংগ্রহে আছে ৪৯৩২ রান। দলের হয়ে নিজেদের প্রথম ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দারুণ শুরু পেয়েছেন তামিম। ব্যক্তিগত সংগ্রহ যখন ৮৫ রান ছাড়িয়েছে, তখনই মুশফিকে পিছনে ফেললেন তিনি । এখন তামিমের ব্যক্তিগত রান ৪৯৪৯।
×