ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবি সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২৪ মে

প্রকাশিত: ০১:০১, ১৭ মে ২০২২

ঢাবি সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২৪ মে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ৩৫ শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ২৪ মে অনুুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল দলীয় প্যানেল চূড়ান্ত করেছে। আগামী ২৪ মে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ চলবে। প্রায় ২ হাজার শিক্ষক ভোটার হিসেবে ভোট দেবেন। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের প্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ। উল্লেখ্য, সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২২ মে। নির্বাচনে নীল দলের ৩৩ জন ও সাদা দলের দুইজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
×