ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি নেতাদের মুখে অর্থ পাচার নিয়ে কথা মানায় না ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০০:৫৭, ১৭ মে ২০২২

বিএনপি নেতাদের মুখে অর্থ পাচার নিয়ে কথা মানায় না ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও তার ভাই অর্থ পাচারের দায়ে আদালতে দ-িত, যাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন, যাদের আমলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে অর্থ পাচার নিয়ে কথা মানায় না। পি কে হালদার ধরা পড়ার পর বিএনপি নেতারা অর্থ পাচার নিয়ে নানা কথা বলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের অর্থ পাচারের বিষয়ে এফবিআই এসে সাক্ষ্য দেয়, তার ভাইয়ের অর্থপাচার সিঙ্গাপুরে উদঘাটিত হয় এবং সেই অর্থ ফেরত আনা হয় ও দুর্নীতির কারণে তারা তো বিশ্বচোর ছাড়া কিছু নয়। বয়সে আমার জ্যেষ্ঠ ফখরুল সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই আমি অপ্রিয় হলেও সত্য একটি কথা বলতে চাই, তিনি সেই বিশ্বচোরের মুখপাত্র।’ সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আয়োজিত ‘ঐতিহাসিক ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে উত্তোলন এবং সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। বিএনপি মিডিয়া নির্ভর মিথ্যাবাদীর দল- মায়া ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিদেশীদের সঙ্গে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি। তবে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির নেতাকর্মীকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
×