ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পকেট ভারি করতে খারাপ লোকদের দলে টানবেন না ॥ কাদের

প্রকাশিত: ০০:৫৬, ১৭ মে ২০২২

পকেট ভারি করতে খারাপ লোকদের দলে টানবেন না ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর ॥ পকেট ভারি করার জন্য খারাপ লোকদের দলে না টানতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরা কারবারি, সন্ত্রাসের সঙ্গে জড়িত, আওয়ামী লীগে তাদের স্থান কোনভাবেই হবে না। ভাল লোক ও ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। পকেট ভারি করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। আর ক্ষমতার দাপট দেখাবেন না। সোমবার মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তিনি আওয়ামী লীগকে এখন থেকেই সুসংগঠিত ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশ গ্রহণের প্রস্তুতি নিতেও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সকলের সঙ্গে আলোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্বার মেহেরপুর-১ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং পুনর্বার সাধারণ সম্পাদক হিসেবে এম এ খালেকের নাম ঘোষণা করেন নেতৃবৃন্দ। অর্থ পাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রচার করতে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, অর্থ পাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে তথ্য-প্রমাণ দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি ভাল নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন। আপনি কি কালো চশমা পরেছেন? আপনি কি দেখেন না? বাংলাদেশের অর্থ পাচারের প্রধান আসামি আপনাদের নেত্রী ও তাঁর পুত্র তালিকায় এক নম্বরে আছেন।
×