ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউবি’তে নিশ-১ প্রোগ্রামের যৌথ সভা

প্রকাশিত: ২৩:৫১, ১৭ মে ২০২২

বাউবি’তে নিশ-১ প্রোগ্রামের যৌথ সভা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে পরিচালিত বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেল-এর যৌথ সভা সোমবার বাউবি’র গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। বিশেষ অতিথি হিসেবে বাউবির প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং সেনা সদর শিক্ষা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল ইসলাম (পিএসসি, পিএইচডি), নৌ সদর শিক্ষা পরিদফতরের পরিচালক ক্যাপ্টেন এস এম রিয়াজুর রশীদ (এমএনএসএ, পিএসসি, বিএন), বিমান সদর শিক্ষা পরিদফতরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আ ন ম আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও বাউবির রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. আনিস রহমান আখন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ এস এম নোমান আলম, কম্পিউটার বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ এবং ওপেন স্কুলের সমন্বয় সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রামের সমন্বয়কারী ড. ইকবাল হুসাইন।
×