ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৫৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ মে ২০২২

চট্টগ্রামে ৫৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় সড়ক ও ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। চসিক জনসংযোগ বিভাগ সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে¡ পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালানো হয়। বোয়ালমারীতে ৩৩ শহীদের স্মরণে শ্রদ্ধা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরের বোয়ালমারীতে ১৯৭১ সালের ১৬ মে গণহত্যার শিকার ৩২ জনের হত্যাকা-ের ৫১ বছরপূর্তি উপলক্ষে নিহতদের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে চতুল ইউনিয়নের হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল কলেজ চত্বরে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা সংসদ, শাহ জাফর টেকনিক্যাল কলেজ ও শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেনের সভাপতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী প্রমুখ।
×