ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ মে ২০২২

বরিশালে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রস্তাবিত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের নীতিমালা অনুযায়ী দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে চাঁদাবাজি ও প্রতারণা বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। বাসদের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, নগরীর কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত শ্রমিকদের হুমকি প্রদানের পাশাপাশি হামলা করা হচ্ছে। ক্ষমতাসীন দলের লোকজন শ্রমিকদের বিচ্ছিন্ন করতে এমনটা করছে। রবিবার দুপুরে বিআরটিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল। নগরীর লোহার পোল এলাকায় প্রচার চালানোর সময় চাঁদাবাজি মামলার আসামিরা বাসদের শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের ওপর হামলা চালানো হয়।
×