ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চসিকের সড়কবাতি আধুনিকায়ন করা হবে

প্রকাশিত: ২৩:৪৮, ১৭ মে ২০২২

চসিকের সড়কবাতি আধুনিকায়ন করা হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর সড়কে চল্লিশ হাজার টিউবলাইটের পাশাপাশি পাঁচ হাজার এলইডি লাইট স্থাপন করা হয়েছে। আলোকায়নের ক্ষেত্রে এ বাতিগুলোর শতভাগ রক্ষণাবেক্ষণ ও তদারকির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সড়কবাতিরগুলোর সুইচ নিয়ন্ত্রণ করা হবে, যার জন্য স্থাপন করা হবে চারটি কেন্দ্রীয় সার্ভার স্টেশন। সেখান থেকে সহজে অন-অফ, কমানো-বাড়ানো যাবে। এ ছাড়া বেশি পরিমাণ বিদ্যুত অপচয় যেন না হয় সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আন্দরকিল্লা পুরাতন ভবনের কেবি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন, ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন। বিদ্যুত স্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন, কাউন্সিলর জহরলাল হাজারী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাস, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী ভূঁইয়া, জাহিদুল আলম চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।
×