ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেরো জেলায় ১৫ খুন

প্রকাশিত: ২৩:৪৪, ১৭ মে ২০২২

তেরো জেলায় ১৫ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে ১৫ জন খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো- সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা সাতক্ষীরায় তালাবদ্ধ ঘর থেকে নিহত গৃহবধূ ও কালিন্দী নদী পাড় থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার সকালে ও রবিবার রাতে জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কালিগঞ্জ উপজেলার চরদহ গ্রামে দুই সন্তানের জননী রোজিনা খাতুন নামের এক গৃহবধূকে শ^াসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে। চরদহ গ্রামের একটি ভাড়া বাসা থেকে রবিবার গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। যশোরে ছেলেকে হত্যা যশোরে নুরুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে নিজ সন্তান রুহুল আমিনকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে। প্রথমে ইলেকট্রিক শক দিয়ে পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রবিবার গভীর রাতে যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, যশোরের ঝিকরগাছায় লেবু বাগান থেকে সকিনা খাতুন ওরফে সখী (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার তালশারি গ্রামের আব্দুর সত্তারের লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। সকিনা খাতুন একই উপজেলার শোনাকুড় গ্রামের তরকারি বিক্রেতা নুরান উদ্দীন (৫০) এর স্ত্রী। পিরোজপুরে মহিলা পিরোজপুর সদর থানা পুলিশ সিতারা হালিম নামে এক বৃদ্ধার লাশ শহরের সিআইপাড়ার (রায়পুকুরের দক্ষিণপাড়স্থ) তার বাসভবন থেকে উদ্ধার করেছে। নিহত সিতারা হালিম (৬৫) আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মরহুম প্রফেসর আঃ হালিমের স্ত্রী এবং ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মাতা। জানা যায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে মায়ের সাথে মোবাইলযোগে শেষবারের মতো কথা হয় মেয়ে সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক সালমা আরজুর সঙ্গে। ধারণা করা হচ্ছে, এর পর কোন এক সময় সিতারাকে কে বা কারা মেরে ফেলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বড় খলিশাখালীর বাসিন্দা মৃত এন্তাজউদ্দিনের পুত্র রং মিস্ত্রি আঃ কুদ্দুস এই বাসায় আসেন কাজের জন্য। কিন্তু তিনি কোন সাড়াশব্দ না পেয়ে ঐ বাসার নিচতলার ভাড়াটিয়া ফারুক হোসেনের স্ত্রী নাসরিন আক্তারকে জানান। এ সময় সকাল ৯টার দিকে বাসার েিপছনের দিক থেকে ছাদে উঠে দরজা খোলা দেখে েিভতরে প্রবেশ করে একটি কক্ষে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। টেকনাফে বিধবার লাশ টেকনাফ বাহারছড়ার গর্জনবাগান থেকে এক বিধবার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে বাহারছড়ার জাহাজপুরা গর্জনবাগান থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নুরুন্নাহার (৩৫) জাহাজপুরার মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে ও মৃত আবুল কাশেমের স্ত্রী। সাভারে ড্রামে যুবকের মৃতদেহ সাভারের ট্যানারি এলাকার একটি কারখানার ড্রামের ভেতর থেকে বাপ্পী (২৬) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হেমায়েতপুরের এলআইবি ট্রেডার্স ট্যানারির কারখানার ভেতর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মোঃ বাপ্পী নোয়াখালী জেলার সদর থানার মাইলছদি গ্রামের বাসিন্দা। তিনি ওই ট্যানারি কারখানার শ্রমিক ছিলেন। কেরানীগঞ্জে যুবকের লাশ বুড়িগঙ্গা নদীর সোয়ারীঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা ভাসমান লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কেরানীগঞ্জের বুড়িশুর নৌ ফাঁড়ির পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে। আনুমানিক বয়স হবে ৩৫ বছর। বাগেরহাটে বাগান থেকে ছাত্র ও বৃদ্ধের লাশ বাগেরহাটে জুম্মান খান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র এবং নিরঞ্জন ব্যানার্জী (৬২) নামে এক বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করেছে। সোমবার জেলার বারইখালী গ্রামের নিজ বাড়ির বাগান থেকে শিক্ষার্থী জুম্মান খানের এবং জাড়িয়া গ্রামের সাইকেল গ্যারেজ থেকে নিঃসন্তান নিরঞ্জন ব্যানার্জির লাশ উদ্ধার করা হয়। লালপুরে অটোচালকের মৃতদেহ নাটোরের লালপুরে আখক্ষেত থেকে খোরশেদ আলম মিলন(৩২) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার সকালে সজিব (১৮) নামের এক যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ বলে জানা গেছে। সে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নাজমুল হোসেনের ছেলে। রবিবার সন্ধ্যায় উপজেলার ঘাটচিলান গ্রাম থেকে লালপুর থানার পুলিশ সদস্যরা ওই অটোচালকের লাশ উদ্ধার করে। শেরপুরে ১০ মাস বয়সী শিশু শেরপুরের নকলায় গোয়ালঘর থেকে আরিয়ান নামে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার পাঁঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আরিয়ান পূর্ব লাভা খন্দকারবাড়ি এলাকার সজল মিয়ার ছেলে। দৌলতপুরে গৃহবধূর লাশ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে মুঞ্জিয়ারা খাতুন ডলি (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধূ একই ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী এবং আলাউদ্দিনের মেয়ে। টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তি টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দাইন্যা ইউনিয়নের চারাবাড়ি নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন চারাবাড়ি ঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নেত্রকোনায় ৫ বছরের শিশু খালিয়াজুরী উপজেলায় পাঁচ বছরের শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার বিকেলে শিশুটির মা রোজিনা আক্তার বাদী হয়ে খালিয়াজুরী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৪-৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
×