ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাইমন্ডস ছিলেন অসাধারণ

প্রকাশিত: ২৩:৪২, ১৭ মে ২০২২

সাইমন্ডস ছিলেন অসাধারণ

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়ান চ্যাপেল একবার বলেছিলেন, ‘আমি মনেকরি প্রতিপক্ষের জন্য এ্যান্ড্রু সাইমন্ডস ছিল ভয়ের কারণ। যে কোন পরিস্থিতিতে সে নিয়মিত চার-ছক্কা মারত। আর ফিল্ডিংয়ের সময় এমন সব ক্যাচ ধরত এবং রান আউট করত, যা খেলার মোড় ঘুরিয়ে দিত’। মাঠের সাইমন্ডস কেমন ছিলেন, অসি-কিবদন্তির কথায় সেটি পরিষ্কার। গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া অলরাউন্ডারের কীর্তি, তিনি দু-দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য। কিন্তু শেন ওয়ার্নের মতো তিনিও ছিলেন ভীষণ ক্রেজী। অহেতুক ঝামেলা, অতিরিক্ত মদ্য ও ধূমপান, অখেলোয়াড়সুলভ আচরণসহ বিভিন্ন কারণে ক্যারিয়ারে কয়েকবার তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। কিন্তু ব্যক্তিজীবনে সাইমন্ডস ছিলেন অনন্য-অসাধারণ। স্ত্রী, কাছের বন্ধু, পরিবারের সদস্যদের কাছে ছিলেন অনেক প্রিয়। সাইমন্ডস যেখানে মারা গেছেন, সেখানে একটি চিঠি রেখে এসেছেন তার বোন লুসি, যা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তিনি লিখেছেন, অনেক তাড়াতাড়ি চলে গেলে! শান্তিতে ঘুমাও এ্যান্ড্রু। আরেকটা দিন যদি আমরা বেশি পেতাম, আরেকটি ফোন কল...। আমার হৃদয় ভেঙ্গে গেছে।
×