ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬০ শিক্ষককে পদোন্নতি পত্র হস্তান্তর

প্রকাশিত: ২৩:৩৫, ১৭ মে ২০২২

৬০ শিক্ষককে পদোন্নতি পত্র হস্তান্তর

দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটি ৬০ জন বিভিন্ন অনুষদের শিক্ষকদের পরবর্তী পদে উন্নীত করেছে। সোমবার সকালে এনএসইউ সিন্ডিকেট হলে পদোন্নতি পত্র হস্তান্তর করা হয়। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬০ জন শিক্ষককে তাদের পদোন্নতি পত্র প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। উপাচার্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন অনুষদের শিক্ষকদের তিনি স্বাগত জানান। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে- ১২ জন অধ্যাপক, ২৭ জন সহযোগী অধ্যাপক এবং ২১ জন সিনিয়র লেকচারার পদে উন্নীত হয়েছেন। -বিজ্ঞপ্তি
×