ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জের একটি গুদাম থেকে ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

প্রকাশিত: ২১:০৭, ১৬ মে ২০২২

গোবিন্দগঞ্জের একটি গুদাম থেকে ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ॥ জেলার বাণিজ্যপ্রধান শহর গোবিন্দগঞ্জে আজ (১৬ মে) বিকেল তিনটায় উত্তরবঙ্গে তেল ও চিনির বাজার নিয়ন্ত্রক হিসেবে পরিচিত একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ১২ হাজার লিটার সয়াবিন তেল আটক করা হয়। পরে মাইকিং করে ক্রেতাদের কাছে ১৬০টাকা লিটার দরে সেগুলো বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় কৃত্রিম সঙ্কট সৃষ্টির লক্ষ্যে অবৈধ ভাবে মজুদ করার অপরাধে আমিনুল মোমিন বুলুর মালিকানাধীন হাসনাহেনা এন্টারপ্রাইজের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাইকিং করে সেখানেই জব্দ করা ১২ হাজার লিটার সয়াবিন তেল বোতলে মুদ্রিত ১৬০টাকা লিটার দরে ভোক্তাদের কাছে বিক্রি করে দেয়া হয়। এর আগে উপজেলার রাজাবিরাট হাটে বর্ষা ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দোকান মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
×