ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় অটোরিকশা ও ট্রালির মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত, চালক আটক

প্রকাশিত: ২০:৪৫, ১৬ মে ২০২২

ভোলায় অটোরিকশা ও ট্রালির মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত, চালক আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা সদর উপজেলার ইলিশা ঘরপোড়া এলাকায় অটোরিকশা ও ট্রালির মুখোমুখি সংঘর্ষে মাইশা নামে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ও ভাইসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর পর পালিয়ে যাওয়ার সময় ট্রালি চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (১৬ মে) বেলা সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,নিহত মাইশা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে হালিমা খাতুন গার্লস স্কুল এণ্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে একটি অটোরিকশা করে নিহত শিশু মাইশা তাঁর মায়ের সাথে বাড়ি ফিরছিলেন। ওই অটোরিকশায় তাদের সাথে আরও ৪ জন যাত্রী ছিলেন । অটোরিকশা টি ইলিশা ঘরপোড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রালি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইশা নিহত হয় এবং ইজিবাইকটি ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে যায়। এ সময়অটোরিকশায় থাকা নিহত মাইশার মা ও ছোট ভাইসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাইশার ছোট ভাই জুবায়ের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে ঘটনা ঘটার সাথে সাথে ট্রালি চালক পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। চালক আটক রয়েছে।
×