ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিল দিয়েও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ মে ২০২২

বিল দিয়েও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন রিপোর্টার ॥ বিল দিয়েও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার বাসিন্দাদের। সোমবার (১৬ মে) সকালে সঙ্গে আলাপকালে এভাবেই নিজের পরিবার নিয়ে ভোগান্তির কথা বলেন রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার বাসিন্দাদের কাছে। মঙ্গলবার (১০ মে) থেকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। সে থেকে এখনো পাশের এলাকায় আত্মীয়স্বজনের বাসায় রান্না হচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বকেয়া বিল পরিশোধ না করায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার অনেক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। কেউ সিলিন্ডার কেউবা লাকড়ির চুলায় রান্না করছেন। আবার কেউ বা অন্য এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে রান্না করে আনছেন। অন্যদিকে, কামরাঙ্গীরচর এলাকায় ছয়দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ ঘটনায় সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এসময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদত্যাগ দাবি করেন তারা। গত ১০ মে থেকে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড ওই এলাকার গ্যাস সংযোগ বন্ধ রেখেছে।
×