ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতায় সম্মাননা পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

প্রকাশিত: ১৮:৩৭, ১৬ মে ২০২২

স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতায় সম্মাননা পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

স্টাফ রিপোর্টার ॥ দেশের সব শ্রেণীর নারীদের মধ্যে স্তন ও জরায়ু ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা পেলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। রোটারি ক্লাব বনানি আয়োজিত এক অনুষ্ঠানে ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনসহ ৫ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানকে এ বিশেষ সম্মাননা জানানো হয়। রবিবার রাতে বনানীর বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে এ সংম্বর্ধনার আয়োজন করা হয়। এসময় পরিবেশ রক্ষায় সৈয়দা রিজওয়ানা হাসান , সাংস্কৃতিক আন্দোলনে অধ্যাপক মলয় ভৌমিক,ক্ষুদ্র নৃ গোষ্ঠির অধিকার রক্ষায় সন্জীব দ্রং, সামাজিক কর্মকান্ডে ড. সেলিনা খাতুন, স্তন ও জরায়ু ক্যানসার সচেতনতায় রোটারিয়ান-অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এবং স্বেচ্ছায় রক্ত দান আর করোনাকালে বিশেষ দাফন কার্যক্রমের জন্য কোয়ান্টাম ফাউন্ডশনকে সন্মানিত করা হয়। এছাড়াও এসময় নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়। রোটারী ক্লাব অব বনানীর সদস্যরা ছাড়াও রোটারি জেলা ৩২৮১ এর সাবেক গভর্নর মোঃ গোলাম মোস্তফা, মোঃ শামসুল হুদা, এস এম শওকত, খায়রুল আলম, রোবায়েত হোসেন ও ভবিষ্যৎ গবর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, আশরাফুজ্জামান নান্নু ও ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
×