ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পবিত্র ঈদ-উল-আজহা

সদরঘাটের চিরচেনা সেই ব্যস্ততা আর নেই

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৪০, ৪ জুলাই ২০২২

সদরঘাটের চিরচেনা সেই ব্যস্ততা আর নেই

সদরঘাটের লঞ্চ

পদ্মা সেতু উদ্বোধনর পর থেকেই চিরচেনা সদরঘাটের ব্যস্ততা অনেকটাই কমতে শুরু করেছে বিকাল থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভাণ্ডারিয়া, শরীয়তপুর, মাদারীপুর যাওয়ার জন্য যাত্রীদের যে ভিড় থাকত, সেটা আর নেই যাত্রীরা এখন এসব অঞ্চলে যাওয়ার জন্য পদ্মা সেতুকেই প্রাধান্য দিচ্ছে

সদরঘাটকে কেন্দ্র করে এই এলাকা সব সময় সরগরম থাকত স্থানীয়ভাবে অনেক ব্যবসাও গড়ে উঠেছিল অনেক দিনমজুরের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যমে ছিল যাত্রীদের মালামাল আনা নেওয়া খুচরা মালামাল বিক্রি করে সংসার চালাত একটি বড় অংশ

এসব ব্যবসায়ীরা কিছুটা শঙ্কায় রয়েছেন তারা মনে করছেন, তাদের দৈনন্দিন আয়ে ভাটা পড়বে লঞ্চের কর্মচারীদের মধ্যেও নানা শঙ্কা কাজ করছে তারা মনে করছেন, যাত্রী কমলে লঞ্চের আয় কমবে এতে চাকরি হারানোর শঙ্কায় রযেছেন তারা অবস্থায় যাত্রী টানতে ভাড়া কমিয়েছে বরিশাল-ঢাকা নৌ-রুটে চলাচলকারী লঞ্চগুলো কেবিন থেকে ডেক বিভিন্ন ক্যাটাগরিতে ভাড়া কমেছে সর্বোচ্চ ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত

×