ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. মিহির কুমার রায়

ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের বাণিজ্য

প্রকাশিত: ২০:৪৪, ১৬ মে ২০২২

ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের বাণিজ্য

২০১৯ সালে ইউক্রেনে পশ্চিমাপন্থী আমেরিকার মদদপুষ্ট নতুন সরকার ক্ষমতায় আসে এবং রাশিয়ার নিষেধ উপেক্ষা করে ন্যাটো জোটের সদস্য হওয়ার চেষ্টা চালায়। ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে দুটি শহর দোনেৎস্ক ও লুহানস্ক এ সশস্ত্র আন্দোলনরত রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সহযোগিতায় এপ্রিল মাসে এই দুটি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করার ফলে গত ৭ বছর ধরে এ অঞ্চল দুটিতে চলা ইউক্রেনের সঙ্গে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতে ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। রুশ প্রেসিডেন্ট পুতিন গত ২১ ফেব্রুয়ারি সেই বিতর্কিত অঞ্চল দুটিকে একতরফাভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে গণহত্যা বন্ধে ‘শান্তিরক্ষার জন্য’ সেনা পাঠানোর ঘোষণা দেন। আকস্মিকভাবে ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে পূর্ব, উত্তর ও দক্ষিণ দিক দিয়ে জল, স্থল ও আকাশপথে ব্যাপকভাবে হামলা শুরু করে। উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমাপন্থীদের বিক্ষোভ ও সহিংস আন্দোলনের মুখে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হয় এবং তিনি দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এর কিছুদিন পর কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রুশপন্থী সেনাবাহিনী সরকারী দফতর দখল করে স্বাধীনতা আন্দোলনের ঘোষণা দেয়। এই পরিস্থিতিতে ব্যাপক গোলযোগ সৃষ্টি হলে সেনা অভিযানের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপটি ভøাদিমির পুতিন রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়। উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ভৌগোলিকভাবে বিভক্তিকরণের ঘটনা রয়েছে। তবে উভয় দেশের মানুষের জীবনযাপন, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে অনেক মিলও রয়েছে। ইউক্রেনে এখনও যে রুশ জনগোষ্ঠী রয়েছে, সংখ্যার আনুপাতিক হারে তা কম নয় (২৫%), যদিও তারা ইউক্রেনে সংখ্যালঘু, কিন্তু তাদের অস্তিত্ব তো শিকড়গাঁথা, যা অস্বীকার করার সুযোগ নেই। এই ঘটনার জের ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিশেষত এশিয়া ও ইউরোপীয় মহাদেশের দেশগুলোতে, যা আমরা মিডিয়ার বদৌলতে অবলোকন করছি প্রতিনিয়তই। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া নিন্দা প্রস্তাবে ১১টি দেশ পক্ষে এবং চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবের বিপক্ষে ভোটদানে বিরত থাকে। গভীরভাবে লক্ষ্য করলে এও দেখা যায়, বড় দুটি দেশ চীন ও ভারত এ সঙ্কটে জড়াতে চাচ্ছে না, যা একটি ইতিবাচক বিষয়। বাংলাদেশও চায় সঙ্কটের সমাধান হোক আলোচনার টেবিলে ও মানবিক বিপর্যয় এড়াতে আলোচনাই একমাত্র পথ। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, তা অটুট রাখতে দূরদৃষ্টিসম্পন্ন কূটনৈতিক তৎপরতা দৃশ্যমান। আমেরিকা, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ রাশিয়ার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধ জারি করেছে। অনেকেই মনে করেন, পশ্চিমারা বিভিন্ন অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও রাশিয়াকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। কারণ, রাশিয়া জানে ইউক্রেনে হামলা করলে তাকে সম্ভাব্য পরিণতি ভোগ করতে হবে। আর সেজন্যই রাশিয়া কয়েক বছর ধরে ব্যাপক সামরিক উন্নয়ন ও দেশের অর্থনীতির ভিত্তি স্থিতিশীল করেছে। পাশাপাশি অর্থনৈতিক অবরোধে রাশিয়ার পাশে চীন এগিয়ে আসবে বলেই মনে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্রসমূহ, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নসহ তার মিত্রসমূহের মধ্যকার টানাপোড়েন মেটাতে ১৯৪৯ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আত্মপ্রকাশ ঘটে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়া সত্ত্বেও ন্যাটো জোট পশ্চিম থেকে ক্রমাগতভাবে পূর্বদিকে সম্প্রসারিত হতে থাকে। শুরুতে ন্যাটো জোটে ১২টি দেশ থাকলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়ে সদস্য হয়েছে ৩০টি দেশ। পরবর্তীকালে তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্রভুক্ত কিছু দেশও ন্যাটোভুক্ত হয়। রাশিয়ার নিষেধ সত্ত্বেও ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করলে রাশিয়ার জন্য তা হুমকি তৈরি করে। তবে পরিস্থিতি যাই হোক না কেন ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাবে না এই ভেবে যে, ইউক্রেন ন্যাটো জোটের সদস্য নয় । এমনিতে করোনা মহামারীর কারণে বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামে উর্ধগতিসহ মূল্যস্ফীতি রয়েছে। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কাজেই বিশ্ব পরিস্থিতির সবদিক বিবেচনা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য এবং জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখতে হবে। এ প্রেক্ষাপটেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান বলছেন, যুদ্ধের মারাত্মক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, যদি তা দীর্ঘমেয়াদে চলতে থাকে। এখন ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় প্রথমেই রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে রয়েছে রাশিয়ার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, যার সম্পদ ও লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়াও ১৩টি রুশ ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা থেকে বাদ যায়নি রুশ কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় সম্পদ তহবিল, অর্থ মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের সঙ্গে মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও প্রায় অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও কিছু কিছু নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে, যেমন- রুশ জ্বালানি কোম্পানি, রেল, পরিবহন ও টেলিকম কোম্পানিতে মার্কিন ঋণ ও লগ্নি নিষিদ্ধ করা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে রফতানি বাণিজ্যের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রুশ এয়ারলাইনস ও ব্যক্তিগত জেটের ইইউ, যুক্তরাজ্য ও মার্কিন আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অন্যান্য বিধিনিষেধের মধ্যে উল্লেখযোগ্য হলো কতিপয় রুশ ব্যাংকের সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের (সুইফট) ব্যবহারের সুযোগ প্রত্যাহার করা। উল্লেখ্য, আন্তর্জাতিক মালিকানাধীন বেলজীয় এ প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ বার্তা বিনিময় সুবিধা প্রদান করে। বিশ্বব্যাপী এর ৩ হাজার ৫০০ অংশীদার আর্থিক প্রতিষ্ঠান ২০০টি দেশে ১১ হাজার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেশনকে সেবা প্রদান করে থাকে। আর্থিক বিধিনিষেধের কারণে মার্কিন ডলার ও রুশ রুবলের বিনিময় হার ১ ডলারে ১৩১ রুবলে ঠেকেছে। রুশ কেন্দ্রীয় ব্যাংক রুবলের বিনিময় হার স্থিতিশীল করার জন্য তাদের সুদের হার ৯.৫ থেকে ২০ শতাংশে উন্নীত করেছে। এতে করেও রুবলের দরপতন ঠেকানো যায়নি। ব্যাংকগুলোতে রুবল ও ডলার উত্তোলনের হিড়িক পড়েছে বলে জানা যায়। রুশ নাগরিকরা নিত্যব্যবহার্য পণ্য মজুদ করছে, যার কারণে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি বেড়েছে। পিক ট্রেডিং রিসার্চের ভাষ্য অনুযায়ী, দোনেৎস্ক ও লুহানস্কে রুশ সামরিক অভিযানের পর গমের দাম বেড়েছে ৪০ শতাংশ, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ২০ শতাংশ, ভুট্টার দাম বেড়েছে ১২ শতাংশ, পাম ও সয়াবিন তেলের দাম বেড়েছে যথাক্রমে ২০ ও ১২ দশমিক ৪ শতাংশ। তামা, দস্তা, এ্যালুমিনিয়াম ও নিকেলের দাম বেড়েছে ৫ শতাংশ থেকে ৮ দশমিক ৭ শতাংশ পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে এখন পর্যন্ত মূলত ক্ষতিগুলো হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পের ঋণপ্রাপ্তি, পণ্যমূল্য পরিশোধ এবং আমদানি ব্যাহত হওয়া, রাশিয়ায় তৈরি পোশাকের উঠতি বাজারে রফতানি ব্যাহত হওয়া ইত্যাদি। বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে। অপরিশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। একইভাবে নেতিবাচক প্রভাব পড়বে গম, ভোজ্যতেল প্রভৃতির মূল্যবৃদ্ধিতে। ইতোমধ্যে স্থানীয় বাজারে এসব পণ্যের মূল্যবৃদ্ধি নি¤œ ও মধ্যবিত্ত ক্রেতাদের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে বিধায় সার্বিকভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া অনিবার্য হয়ে উঠবে। দেশের ব্যবসায়ী, শিল্পপতি ও অর্থনীতিবিদরা নানাভাবে সতর্ক করছেন বর্তমান সরকারকে। জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ৬০-৭০ ডলারে এসে স্থিতিশীল হবে বলে মনে করা হলেও বর্তমানে ব্যারেল প্রতি দাম আন্তর্জাতিক বাজারে ১২০ ডলারে রয়েছে, যেখানে তেল ও গ্যাসের বড় সরবরাহকারী দেশ হলো রাশিয়া। বাংলাদেশে গম আমদানি হয় বছরে ৬০-৭০ লাখ টন, যার ৩০ শতাংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে, যা আমাদের খাদ্য তালিকায় ধানের পরেই স্থান করে নিয়েছে। গমের আমদানি যদি বিঘিœত হয় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে, তাহলে খাদ্যের সঙ্কটের সম্ভাবনা দেখা দিতে পারে, যা কাম্য নয়। কারণ, আমদানি ব্যয় বাড়লে জাহাজের পরিবহন খরচ বাড়বে। ডলারের ওপর চাপ আছে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান ৯৫ টাকায় উঠেছে, যা আমদানিকারকদের জন্য মোটেও সুখবর নয়। তাছাড়াও যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে তার প্রভাব পড়বে পোশাক রফতানি খাতে, কাঁচামাল সরবরাহে, রফতানি ও আমদানি বাণিজ্যে, লক্ষাধিক কোটি টাকার ‘রূপপুর পারমাণবিক বিদ্যুতপ্রকল্পে’, করোনাত্তোর পুনরুদ্ধার কাজে ইত্যাদি। বর্তমানে চলমান ৬ লাখ ৩ হাজার কোটি টাকার বাজেটের ২ লাখ ১৪ হাজার কোটি টাকাই ঘাটতির (৩৫ শতাংশ) মুখে আছে। এদিকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার অতি উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মোট ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকায় পৌঁছে যাবে। অতি উচ্চমূল্যস্ফীতির পর জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে বলে অর্থনীতিতে নতুন একটা স্থবিরতা কাজ করতে পারে। এমনিতেই নির্মাণ সামগ্রীর দাম ২ থেকে ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় বার্ষিক উন্নয়ন প্রকল্প বা এডিপি বাস্তবায়নের গতি কমে গেছে। ফলে, এসব খাত থেকে ভ্যাট ও শুল্ক কমে যাওয়ায় রাজস্ব আয়ে প্রভাব পড়েছে। যুদ্ধের ফলে স্থবিরতাটা আরও বাড়বে। এতে সরকারের রাজস্ব আয় আরও কমে যেতে পারে। আর রাজস্ব কমার অর্থই হচ্ছে সঞ্চয়পত্র ঋণ, ব্যাংকঋণসহ বৈদেশিক ঋণের প্রবণতা ও প্রয়োজনীয়তা বাড়া। যেহেতু সরকারের জনপ্রশাসন খরচ, উন্নয়ন খরচ, ভর্তুকি খরচ এবং যাবতীয় অপখরচ কমছে না। যুদ্ধ স্থানীয় হলেও তার অভিশপ্ত প্রভাব বিশ্বব্যাপী। এমতাবস্থায় সরকারকে খরচের লাগাম টেনে ধরে, দ্রব্যমূল্য কমাতে শুল্ক কমানোর ক্ষেত্র তৈরি করতে হবে। শুল্ক কমাতে গেলে যেহেতু রাজস্ব আরও কমবে, বাজেটের ঘাটতি আরও বাড়বে, তাই একদিকে প্রকল্প বাস্তবায়নে দক্ষতা আনতে হবে, অন্যদিকে ব্যয় বৃদ্ধি ও অপব্যয় দুটোই কমাতে হবে। অন্যথায় উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ জ্বালানি মূল্য, কঠিনতর আন্তর্জাতিক সরবরাহ পরিস্থিতি অর্থনীতিতে অযাচিত আশঙ্কা তৈরি করতে পারে। লেখক : গবেষক ও অর্থনীতিবিদ, সিটি ইউনিভার্সিট
×