ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশ হলো আসিফের ‘আকবর ফিফটি নটআউট’

প্রকাশিত: ১৮:৩৭, ১৫ মে ২০২২

প্রকাশ হলো আসিফের ‘আকবর ফিফটি নটআউট’

অনলাইন রিপোর্টার ॥ প্রকাশ হলো সংগীত শিল্পী আসিফ আকবরের আত্মজীবনী ‘আকবর ফিফটি নটআউট’। গতকাল ছিল বইটির প্রকাশনা উৎসব। বিশ্ব সাহিত্য কেন্দ্রে বইটির মোড়ক উন্মেচন হয়। প্রকাশনা অনুষ্ঠানে আসিফকে শুভেচ্ছা জানাতে আসেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, আলম আরা মিনু, রবি চৌধুরী, মুহিন, গীতিকবি গোলাম মোর্শেদ, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, অভিনয়শিল্পী ও উপস্থাপক ফারহানা নিশো, ক্রিকেটার জাভেদ ওমর প্রমুখ। মঞ্চে সবাই আসিফের সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। প্রকাশনা উৎসবে কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন আসিফ। শুরুতেই উপস্থাপকের প্রশ্ন, হাতের কড় গুনে বলুন, বইটি পড়লে কতজন মানুষ আহত হবেন, কতজন মানুষ রাগ করবেন, কতজন ক্ষুব্ধ হবেন। প্রশ্নের উত্তরে আসিফ বলেন, যারা সত্য পছন্দ করেন, তাদের ভালো লাগবে। যারা লুকিয়ে দেখতে পছন্দ করেন ও গোপনে কাজ করেন, তাদের সমস্যা হবে। বাবার প্রসঙ্গ দিয়েই বইটি শুরু করেছেন আসিফ। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি প্রমান করতে পারে তার বাবা মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন তাহলে তিনি তার বাবার মরণোত্তর ফাঁসি চান। ‘আকবর ফিফটি নটআউট’ লিখেছেন সোহেল অটল।
×