ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধ্যায় : পঞ্চম (শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার) হুমায়রা সুলতানা নীলা

অষ্টম শ্রেণির আইসিটি

প্রকাশিত: ০০:২৮, ১৫ মে ২০২২

অষ্টম শ্রেণির আইসিটি

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। ওয়েবসাইট থেকে বই নামানোর পদ্ধতি কোনটি? ক) আপলোড খ) সার্টিং গ) ব্রাউজিং ঘ) ডাউনলোড উত্তর : ঘ) ডাউনলোড ২। GPS এর পূর্ণরূপ কী? ক) Golbal Portal Service খ) Global Passportal Service গM) Global Positioning System ঘ) Global Posting System উত্তর : গ) Global Positioning System ৩। GPS কে কোনটি সংকেত পাঠায়? ক) সূর্য খ) চাঁদ গ) মঙ্গল গ্রহ ঘ) কৃত্রিম উপগ্রহ উত্তর : ঘ) কৃত্রিম উপগ্রহ ৪। ই-মেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি? ক) facebook খ) hot mail গ) twitter ঘ) youtube উত্তর : খ) hot mail ৫। E-mail এর পূর্ণরূপ কী? ক) Electric Mail খ) Excellent Mail গ) Elictronic mail ঘ) Emergency Mai উত্তর : গ) Elictronic mail ৬। কোনটি ব্যবহার করে বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকা কার্যকর করা হয়েছে? ক) hotmail খ) ক্লাউড কম্পিউটিং গ) প্রটোকল ঘ) VSB হাব উত্তর : খ) ক্লাউড কম্পিউটিং ৭। ই-মেইল এড্রেসের অপর নাম কী? ক) E-mail Name খ) E-ID গ) Password ঘ) Email ID উত্তর : ঘ) Email ID ৮।নিচের কোনটি সার্চ ইঞ্জিন? i) গুগল ii) পিপীলিকা iii) ড্রপবক্স নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উত্তর : ক) i ও ii ৯। ই-মেইল একাউন্ট হতে কীভাবে নিরাপদে বের হওয়া যায়? ক) Sign off খ) Log off গ) Sign out ঘ) Laptop উত্তর : গ) Sign out ১০। কোনটির মাধ্যমে পথের অবস্থান জানা যায়? ক) GPS খ) GPRS গ) EDGE ঘ) Laptop উত্তর : ক) GPS ১১। তারবিহীন ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস কোনটি? ক) মডেম খ) ওয়াই-ফাই গ) ল্যান কার্ড ঘ) ইন্টারপ্রেটার উত্তর : খ) ওয়াই-ফাই ১২। ই-বুকগুলো কীভাবে পড়া যায়? ক) টেলিভিশনের মাধ্যমে খ) ই-বুক রিডারে ডাউনলোড করে গ) টেলিফোনের মাধ্যমে ঘ) সার্চ ইঞ্জিনের মাধ্যমে উত্তর : খ) ই-বুক রিডারে ডাউনলোড করে ১৩। ই-মেইলের সাথে কোন ফাইল সংযুক্ত করে পাঠাতে চাইলে কোনটির উপর ক্লিক করতে হয়? ক) Add খ) Attach গ) Compose ঘ) Paste উত্তর : খ) Attach ১৪। কোথায় বিভিন্ন বিষয়ক তথ্য ছড়িয়ে থাকে? ক) ই-মেইল খ) ইন্টারনেটে গ) ল্যাপটপে ঘ) ট্যাবে উত্তর : খ) ইন্টারনেটে ১৫। জনপ্রিয় ইয়াহু ওয়েবসাইটের ঠিকানা কোনটি? ক) http://www.yahoo.com খ) http://www.yahoo.mail.com গ) http://www.yahoo.org ঘ) http://www.yahoo.mail উত্তর : ক) http://www.yahoo.com রচনামূলক প্রশ্ন ও উত্তর : প্রশ্ন : ১। দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর : দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সেটি ব্যবহার করে অনেক সমস্যাকে সমাধান করা যায়। বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিন হলো গুগল। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণও একটি বাংলা সার্চ ইঞ্জিন তৈরি করেছেন, যার নাম পিপীলিকা (www.pipilika.mail)এর মাধ্যমে বাংলায় তথ্য খোঁজা যায়। শিক্ষা সংক্রান্ত প্রায় সকল ধরনের সহায়ক তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। শিক্ষার্থীদের জন্য ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তাছাড়াও রয়েছে একটি বিশেষ ওয়েবসাইট ওয়েলফ্রামআলফা (http:/ww/w/ wolframalpha.com)এই সাইটে বিভিন্ন গণনার কাজ করার ব্যবস্থা রয়েছে। ইন্টারনেট কেবল তথ্য প্রাপ্তিতে সহায়তা করে এমন নয় বরং করো তথ্য প্রকাশেও সমানভাবে সহায়তা করে। ফলে অনেকেই তাদের সমস্যা সমাধানের অভিজ্ঞতা নিজেদের ওয়েবসাইট ও ব্লগ বা সামাজিক যোগাযোগ সাইটে প্রকাশ করেন। প্রশ্ন : ২। ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি ধারাবাহিকভাবে লিখ। উত্তর : ই-মেইল ঠিকানা খোলার পদ্ধতি নিম্নে ধারাবাহিকভাবে দেয়া হলো : i) প্রথমেই ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। যেমন : ইয়াহু-মেইল, জি-মেইল ও হট-মেইল ইত্যাদি। ii) ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারের ব্রাউজারটি চালু করে পছন্দের সেবাদাতা সাইটটিতে প্রবেশ করতে হবে। iii) ই-মেইল ঠিকানা খোলার জন্য সাইন আপ Sign-up বা Create an account অপশনে ক্লিক করতে হবে। iv) Sign-up ক্লিকের পর একটি ফরম আসবে। v) ফরমটিতে ব্যক্তিগত তথ্য এবং পাসওয়ার্ড গোপনীয়ভাবে পূরণ করতে হবে। vi) সবশেষে Create Account এ ক্লিক করলে একটি নতুন ই-মেইল ঠিকানা তৈরি হবে। vii) পরিশেষে User ID ও Password নিজ উদ্যোগে সংরক্ষণ করতে হবে।
×