ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে হাসিমুখ

প্রকাশিত: ০০:০৯, ১৫ মে ২০২২

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে হাসিমুখ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যে যেমন মোহিত ক্যাম্পাসের সবাই। কিন্তু প্রাণের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রায় সবাই উদাসীন। ক্যাম্পাসে এই উদাসীনতার বিষয়টি লক্ষ্য করে বাকৃবির স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। এখান থেকেই ক্যাম্পাসে তাদের পরিচ্ছন্নতা অভিযানের যাত্রা শুরু। ‘চল সবাই পণ করি/পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি।’ এই স্লোগানে ২০১৮ সালে হাসিমুখ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে প্রথম পরিচ্ছন্নতা অভিযান চালায়। এই দিনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসিমুখ র‌্যালি এবং ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করে। হাসিমুখের প্রথম পরিচ্ছন্নতা অভিযান সফল হওয়ার পর ২০১৯ সালের ১৫ মার্চ তারা দ্বিতীয়বারের মতো পরিচ্ছন্নতা অভিযান চালায়। করোনা পরবর্তী সময়ে ক্যাম্পাসে যেমন অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, তেমনি মানুষের মন মানসিকতা ও অভ্যাসের পরিবর্তন হয়েছে। কিন্তু করোনা পরবর্তী সময়ে তার কার্যকারিতা অনেকাংশেই হ্রাস পায়। হাসিমুখ মানুষের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে ধারণা তৈরি করেছিল, তা করোনা পরবর্তী সময়ে এসে সবাই ভুলতে বসেছে। এখন সবাই যেখানে-সেখানে ময়লা ফেলছে। মুখের মাস্ক খুলে ছুড়ে দিচ্ছে রাস্তার ওপরে। হাসিমুখের আয়োজন মানুষের মধ্যে খারাপ অভ্যাস কিছুটা পরিবর্তন করবে। সবার মাঝে পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে। ক্যাম্পাস প্রতিবেদক
×