ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষকের কাছে কোচিং না করায় রড দিয়ে পিটিয়ে জখম

প্রকাশিত: ২৩:২৩, ১৫ মে ২০২২

শিক্ষকের কাছে কোচিং না করায় রড দিয়ে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ গেস্ট শিক্ষকের কাছে কোচিং না করায় এক শিক্ষার্থীকে হোস্টেলের রুমে ধরে নিয়ে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শুক্রবার রাতে কালিগঞ্জ উপজেলার নলতায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওলজি বিভাগের শিক্ষার্থী সোলাইমানের ওপর বর্বর নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিক্ষার্থী সোলাইমান হোসেন ম্যাটস শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গুরুতর আহত ছাত্রকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই প্রতিষ্ঠানের গেস্ট শিক্ষক সাঈদী হাসানের কাছে কোচিং না করায় ল্যাব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোলাইমানকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে বলে সোলাইমান ও তার সহপাঠীরা অভিযোগ তুলেছেন। নির্যাতনের সময় সোলাইমানের শরীরের বিভিন্ন অংশে লোহার রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে থেতলে দেয়া হয়েছে। শুক্রবার রাতে ইনস্টিটিউটের পুরুষ হোস্টেলের ৪০৭নং রুমে তাকে নিয়ে নির্যাতন করা হয়। আহত শিক্ষার্থী সোলাইমান হোসেন পটুয়াখালী জেলা বাউফল উপজেলার খেজুবাড়িয়া গ্রামের মোঃ হানিফের ছেলে।
×