ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় ওয়ার্ল্ড ফ্যাশন নবেম্বরে

প্রকাশিত: ২১:৩১, ১৫ মে ২০২২

ঢাকায় ওয়ার্ল্ড ফ্যাশন নবেম্বরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক রফতানিতে চমক দেখিয়ে চলছে বাংলাদেশ। প্রতি মাসেই বাড়ছে রফতানি। এই রফতানি আরও বাড়াতে দেশের পোশাক শিল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে নবেম্বরে ঢাকায় হচ্ছে সপ্তাহব্যাপী বড় আয়োজন। ‘মেড ইন বাংলাদেশ উইক ২০২২’ নামের এই আয়োজন শুরু হবে ১২ নবেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। ইন্টারন্যাশনাল এ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) উদ্যোগে ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনের পাশাপাশি সপ্তাহব্যাপী আয়োজনে থাকবে তৃতীয় ঢাকা এ্যাপারেল সামিট, পোশাক প্রদর্শনী, ডেনিম এক্সপো, সাসটেইনেবল ফ্যাশন এ্যাওয়ার্ড ও ফ্যাশন ফটোগ্রাফি এ্যাওয়ার্ডের মতো পুরস্কার অনুষ্ঠান, ফ্যাশন ও সাংস্কৃতিক উৎসব। আইএএফ পরিচালনা পর্ষদের সব সদস্য ছাড়াও ৪০টি দেশের পোশাক শিল্প সমিতির নেতা, শীর্ষস্থানীয় ব্র্যান্ড, রিটেইলার, সরবরাহকারী (সাপ্লায়ার্স) এবং বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। বাংলাদেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প নিয়ে এ ধরনের বিশাল আয়োজন এই প্রথম। পোশাক শিল্পমালিকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং আইএএফ যৌথভাবে এটি আয়োজন করছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, আইএএফ’র মহাসচিব ম্যাথিয়াস ক্রিয়েটি ও বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ‘৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন’ এবং ‘মেড ইন বাংলাদেশ উইক’-এর লোগো উন্মোচন করা হয়। ফারুক হাসান বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতি হিসেবে আমাদের অর্জন এবং গত ৪০ বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবদান আন্তর্জাতিক মহলে তুলে ধরতে আমরা সপ্তাহব্যাপী ‘মেড ইন বাংলাদেশ উইক’-এর আয়োজন করছি। আশা করছি এর মধ্য দিয়ে আমরা আমাদের পোশাক রফতানি আরও বাড়তে সক্ষম হব। তিনি বলেন, ‘চলতি ২০২১-২২ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) আমরা ৩৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছি। প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। অর্থবছর শেষে আমাদের রফতানি ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’ তথ্য দিয়ে ফারুক বলেন, ‘২০২০ সালে বিশ্ববাজারে আমাদের পোশাকের শেয়ার ছিল ৬ দশমিক ২ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৭ শতাংশ। চলতি বছরে (২০২২ সাল) তা ৭ দশমিক ৫ শতাংশ অতিক্রম করবে। আর ২০২৫ সাল নাগাদ এই শেয়ার ১০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, আইএএফ কনভেনশনটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথম দিনে আইএএফের বোর্ডের সব পরিচালকের অংশগ্রহণে বোর্ড সভা হবে। কনভেনশনের অংশ হিসেবে দিনব্যাপী একটি সম্মেলনও অনুষ্ঠিত হবে।
×