ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ ম্যাচ অফিসিয়েট রেফারিজ কোর্স শুরু

প্রকাশিত: ২০:৩৬, ১৪ মে ২০২২

ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ ম্যাচ অফিসিয়েট রেফারিজ কোর্স শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ওয়ার্ল্ড রাগবির সহযোগিতায় আজ শনিবার থেকে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ ম্যাচ অফিসিয়েট (রেফারিজ) কোর্স বিভিন্ন জেলা থেকে ১৩ প্রশিক্ষণার্থীদের নিয়ে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে ও পল্টন আউটার স্টেডিয়াম সকাল থেকে শুরু হয়েছে। কোর্সটি আগামী ১৬ মে একটি ১৫ সাইড টুর্নামেন্টের মধ্য নিয়ে সমাপ্ত হবে। আজকের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন ওয়ার্ল্ড রাগবির ট্রেনার ইউ লিও চুহান (হংকং)। কোর্সটির কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।
×