ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোমে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন আইজিপি

প্রকাশিত: ১৯:৫১, ১৪ মে ২০২২

রোমে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সম্পৃতি স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। তিনি ইতালি সফরকালে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যান। রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। পরে আইজিপি দূতাবাসের কর্মকর্তাদের সাথে পরিচিত হন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও এক সৌজন্য বৈঠকে মিলিত হন। পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের সকল কর্মকর্তা ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ইতালিতে যেসব অবৈধ অভিবাসী রয়েছে তাদের কাগজপত্রের বিষয় সমাধানের জন্য আইজিপি’র দৃষ্টি আকর্ষণ করেন। এক্ষেত্রে বাংলাদেশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং ইতালির রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান যেসকল অভিবাসী কাগজপত্রের অভাবে ইতালিতে অবৈধভাবে বসবাস করছে, তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের প্রচলিত নীতির আলোকে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। উল্লেখ্য, আইজিপি বর্তমানে ইতালি সফরে রয়েছেন। তিনি আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে। ###
×