ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৫ আগস্টের হত্যাকাণ্ডের উপর নারায়ণগঞ্জে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন

প্রকাশিত: ১৮:৩৩, ১৪ মে ২০২২

১৫ আগস্টের হত্যাকাণ্ডের উপর নারায়ণগঞ্জে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীতে পুলিশ সদস্যদের অভিনয়নে ১৫ আগস্টের হত্যাকান্ডের উপর ‘অভিশপ্ত আগস্ট’ নামে একটি নাটক মঞ্চস্থ হয়েছে। নগরীর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটি মঞ্চস্থ হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিপথগামী কিছু সেনা সদস্যরা কীভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে পুলিশ সদস্যের নিখুঁত অভিনয়ের মাধ্যমে নাটকটিতে সেই চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌসসহ পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশ সদস্যদের দক্ষ অভিনয়ে নাটকটি দেখার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সদস্য নির্মম ও নিষ্ঠুরভাবে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করেছে। বাংলাদেশের ইতিহাসে এ হত্যাকাণ্ডটি একটি জঘন্যতম হত্যাকান্ড। ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নামে একটি নাটক মঞ্চস্থ করায় বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান মেয়র ডাঃ আইভী।
×