ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:০৭, ১৩ মে ২০২২

দিনাজপুরে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে স্বাধীন ইসলাম নামে এক কিশোর এবং বিরলে আম কুড়াতে গিয়ে পানি ভর্তি গর্তে পড়ে জান্নাত আফরিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৃথকভাবে এই ঘটনা ঘটেছে। মৃতরা হলো, স্বাধীন ইসলাম (১৩) নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের শিবের মন্দির এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে এবং জান্নাত আফরিন (৯) বিরল পৌর শহরের শংকরপুর এলাকার ভাংড়ী ব্যবসায়ী আব্দুস সালামের শিশু কন্যা। স্থানীয়রা বলছে, শুক্রবার দুপুরে চার-পাঁচজন কিশোরসহ স্বাধীন নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের শিবমন্দিরের পুকুরে গোসল করতে নামে। পরে সবাই উঠলেও স্বাধীন ইসলাম ওঠেনি। সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতায় কিশোর স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম নিশ্চিত করেন। অপরদিকে, বিরলের স্থানীয়রা জানায়, শুক্রবার বিরল পৌর শহরের শংকরপুর এলাকার ভাংড়ী ব্যবসায়ী আব্দুস সালামের কন্যা জান্নাত আফরিন বাড়ীর পাশে বাগানে আম কুড়াতে যায়। এসময় সে পানি ভর্তি একটি গর্তে পড়ে গেলে তার মৃত্যু হয়।
×