ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিজ উদ্যোগে স্বাবলম্বী কনক

প্রকাশিত: ২১:৫৮, ১৪ মে ২০২২

নিজ উদ্যোগে স্বাবলম্বী কনক

রাজধানী থেকে তো বটেই, শহরাঞ্চল থেকে বেশ দূরে ঠাকুরগাঁও এর প্রত্যন্ত একটি এলাকায় বাস মেধাবী, উদ্যমী ও পরিশ্রমী ২৫ বছর বয়স্ক তরুণী শবনম শারমীন কনকের। স্নাতক পর্যায়ের পড়াশোনার পাঠ চুকিয়ে খুঁজছিলেন একটা চাকরি। চাকরি খুঁজলেও তার সবসময়ই আকাক্সক্ষা ছিল নিজের মতো করে ব্যবসা পরিচালনা করার। তবে নানা রকম দ্বিধা ও শঙ্কা কাজ করছিল এ ব্যাপারে। বিশেষত মূলধনের ব্যাপারটি এবং সেই সঙ্গে ব্যবসায় উদ্যোগটি কোথা থেকে কিভাবে পরিচালিত হবে, অনলাইন ব্যবসা শুরু করলে ক্রেতাদের আস্থা অর্জন, পণ্যের বিপণন নিশ্চিত করা, লেনদেনের নিরাপদ ট্রানজেকশন, লজিস্টিকস ব্যবস্থা- এমন সকল বিষয় কনকের ভেতর কাজ করছিল। কিন্তু কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। তার অদম্য ইচ্ছাশক্তি আর উদ্ভাবনী ক্ষমতার সঙ্গে সহযোগী ভূমিকা রাখার উপযোগী একটি অনলাইন প্ল্যাটফর্মের সন্ধান পেয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে তুলনামূলকভাবে বাংলাদেশে ইন্টারনেট এর প্রসার বা পেনিট্রেশন যথেষ্ট সন্তোষজনক হলেও অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বড় বাধা পণ্যের গুণগতমান, ডেলিভারির সময়সীমা এবং অনলাইনে নিরাপদ আর্থিক লেনদেনের ব্যাপারে জনসাধারণের অনাস্থা। এরপরেই চলে আসে ক্রেতাদের দিক থেকে নিরাপদ আর্থিক লেনদেন এবং কনকের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের কমিশন লাভের প্রক্রিয়ার ব্যাপারটি। নিজস্ব পেমেন্ট গেটওয়ে থাকায় এবং সেইসঙ্গে পণ্য হাতে পেয়ে নগদে অর্থ প্রদান অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা থাকায় এক্ষেত্রে কনক বেশ সুবিধা পেয়েছেন। আবার খুব সহজে নিজস্ব ওয়ালেট খুলে নিয়ে নির্ভুল স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থাপনায় অতি সহজে কমিশনের টাকা পেয়ে যান তিনি পণ্য সামগ্রী বিক্রয়ের পরে। এভাবে আনুষঙ্গিক সকল সহযোগিতা ও সুযোগ-সুবিধা লাভ করায় তার মতো তরুণ উদ্যোক্তারা শুধু নিজস্ব মেধা, পরিশ্রম, উদ্ভাবনী শক্তি আর অধ্যবসায়কে পুঁজি করেই নিজেকে অনলাইনে ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে শপিং উইথ কনক নামে শবনম শারমীন কনক একটি অনলাইন ক্রয় বিক্রয় কেন্দ্রিক পেইজ খোলেন লাট্টু প্ল্যাটফর্মে। একেবারে নতুন ধরনের এই চমকপ্রদ অনলাইন প্ল্যাটফর্ম লাট্টু দেশের স্বনামধন্য ডটলাইন্স গ্রুপেরই একটি সহযোগী প্রতিষ্ঠান। সিঙ্গাপুর ভিক্তিক ডটলাইনস গ্রুপ হচ্ছে একটি প্রযুক্তি নির্ভর গ্রাহকসেবা মূলক ব্যবসা প্রতিষ্ঠান, যা কিনা ১৬টা দেশে, ১০টি ভিন্ন পরিসরে ২১টিরও বেশি গুরুত্বপূর্ণ খাতে বিভিন্ন ব্র্যান্ডের নামে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অতিমারী কবলিত হাজারো বেকার ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য জীবিকা নির্বাহের নিশ্চয়তার আশা নিয়েই লাট্টু প্ল্যাটফর্মের উৎপত্তি। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জোরকদমে এগিয়ে চলা অগ্রগণ্য প্রতিষ্ঠান ডটলাইন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মাহাবুবুল মতিন এদেশের বেকার জনগোষ্ঠী যেন ইন্টারনেট ব্যবহার করে একটি অত্যাধুনিক ই-কমার্স প্ল্যাটফর্মে খুব সহজেই নিজেই স্টোর খুলে নিজেই পণ্য বিপণন করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, এমন স্বপ্নেরই বাস্তব রূপ দিয়েছেন লাট্টু’র মাধ্যমে। আইটি প্রতিবেদক
×