ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আনিসুজ্জামানের প্রয়াণবার্ষিকী আজ

প্রকাশিত: ২১:৩৮, ১৪ মে ২০২২

আনিসুজ্জামানের প্রয়াণবার্ষিকী আজ

সংস্কৃতি প্রতিবেদক ॥ মেধা ও মননে তিনি ছিলেন সময়ের এক অগ্রগণ্য ব্যক্তিত্ব। তাঁর হাতে প্রাণ পেয়েছে এ দেশের শিক্ষা ও সংস্কৃতির আন্দোলন। সমৃদ্ধ হয়েছে ভাষা ও সাহিত্যের গবেষণা। জ্ঞানের চর্চায় আলোকিত করেছেন শিক্ষার ক্ষেত্র। সাংস্কৃতিক পরিম-লের বিকাশে রেখেছেন বিশেষ ভূমিকা। শুধু তাই নয়, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ভূমিকার মূল্যায়ন করে কবি শামসুর রাহমান লিখেছিলেন- ‘জানি দৃষ্টি তার সদা মানবের প্রগতির দিকে/প্রসারিত। কী প্রবীণ, কী নবীন সকলের বরেণ্য নিয়ত।’ সেই বরেণ্য জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। আজ শনিবার এই কীর্তিমানের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী। ২০২০ সালের এই দিনে হৃদরোগ, কিডনি ও রক্তের সংক্রমণসহ বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে করোনা আক্রান্ত হয়ে পাড়ি জমান না ফেরার দেশে। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দ্রবতী একাডেমি প্রকাশ করেছে কবি মারুফুল ইসলাম সম্পাদিত আলোকচিত্রগ্রন্থ ‘আমার মুক্তি আলোয় আলোয়।’ আজ শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাপক আনিসুজ্জামানের স্মরণসভা ও আলোকচিত্রগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি র্ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করবেন সঙ্গীত সংগঠন সুরের ধারার চেয়ারম্যান ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী।
×